আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের রিটের আদেশ আজ সোমবার দেওয়া হবে। গতকাল রবিবার ওই রিটের ওপর শুনানি শেষ হয়েছে। এরপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজ সোমবার দিন রেখেছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
গত ১০ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিন হাওলাদারকে তলব করেছিল দুদক। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছেন। এর আগে ২০১৯ সালে তাঁকে নোটিশ দিয়েছিল দুদক। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছিলেন। সেই নোটিশের কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট।