আজ পর্দা উঠছে অমর একুশে বই মেলারঃ প্রকাশিত হলো জিন্নুরাইন জায়গিরদারের “বিশ্বাসের মৃত্যু“

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনাভাইরাস কারণে ভাষার মাসের পরিবর্তে স্বাধীনতার মাসে শুরু হচ্ছে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বাঙালির প্রাণের এই মেলার ৩৭ তম আসরের পর্দা উঠছে। চলবে ১৪ এপ্রিল ২০২১ পর্যন্ত

প্রতিবছর ভাষার মাসে শহীদদের স্মরণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে গ্রন্থমেলা শুরু হলেও এ বছর করোনার কারণে ব্যতিক্রম। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২১ উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশে।
এবারের বইমেলার মূল থিম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’।

আজ বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বৈশ্বিক মহামারী করোনার কারণে এর সংক্রামণ ঠেকাতে বইমেলায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা। প্রবেশ পথে থাকবে ‘নো মাস্ক-নো এন্ট্রি’ সম্বলিত লোগো।

এবারের অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না-১৯৫২’ এর আনুষ্ঠানিক প্রকাশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গ্রন্থ উন্মোচন করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রদান করা হবে। এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট; মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে ৮৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৩টি প্যাভিলিয়ন থাকবে।
লেখক ও চিকিৎসক জিন্নুরাইন জায়গীরদারের লেখা প্রথম কবিতার বই প্রকাশিত হতে যাচ্ছে। বইটির নাম “বিশ্বাসের মৃত্যু”। বইটি প্রকাশ করছে বর্ষাদুপুর প্রকাশনী। বইটির প্রচ্ছদ একেছেন এ,কে,আজাদ।
আশপাশের মানুষের জীবন, সমাজ ব্যবস্থা, দুর্নীতি, জুলুম-অত্যাচার, অনিয়ম, অসমতা তাকে ভীষণ ভাবায়। তাই পরিবার, সমাজ, দেশ ও মানুষকে ভালোবেসে কখনো গদ্যে কিংবা কখনো ছন্দে লিখে চলেছেন জীবনের কথা, চারপাশে ঘটে যাওয়া ঘটনার কথা।
নিজের অনুভূতির কথা দেশ ও দশের মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার চিন্তা থেকেই “বিশ্বাসের মৃত্যু” কবিতার বইটি লেখা। বইটিতে অন্তর্ভুক্ত কবিতাগুলো লিখতে গিয়ে কখনো বিদ্রোহী হয়েছেন, কখনোবা হতাশা ঝরেছে আবার কখনো প্রকাশ পেয়েছে মনের আনন্দ। প্রবাসী বাংলাদেশীদের মনের কথা গুলোই কবির কবিতার বই বিশ্বাসের মৃত্যুতে ফুটে উঠেছে।

“বিশ্বাসের মৃত্যু” বইটি গ্রন্থমেলার পাশাপাশি রকমারিতেও পাওয়া যাবে। অনলাইনে অর্ডার করার লিংক- https://www.rokomari.com/book/211430/bishasher-mrittu

SHARE THIS ARTICLE