আদনান আত্মগোপনে ছিলেন পুলিশের দাবী (ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে অপহরণ

 করা হয়নি বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) ক্রাইম ডিভিশনের উপকমিশনার আবু মারুফ হোসেন। বরং তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপন করে ছিলেন বলে দাবি করেন এ পুলিশ কর্মকর্তা। যদিও ব্যক্তিগত কারণটি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। গতকাল রংপুরের ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

উপকমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ হওয়া সঙ্গীদের মধ্যে গাড়িচালক 

আমির উদ্দিন ও মুহিন উদ্দিন পুলিশের হেফাজতে আছেন। অন্য সঙ্গী বগুড়ার বাসিন্দা মুজাহিদ 

আগেই নিজ জেলায় ফিরে গেছেন। অবশ্য তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনা সম্পর্কে তিনি বলেন, 

সঙ্গীসহ আবু ত্ব-হাকে বহনকারী প্রাইভেটকারটি রংপুর থেকে প্রথমে ঢাকার উদ্দেশে রওনা হয়। তবে ঢাকায় না ঢুকে গাবতলী থেকেই তারা গাইবান্ধা চলে যান। সেখানে ত্রিমোহনী এলাকায় বন্ধু সিয়ামের বাসায় তিন সঙ্গীসহ আত্মগোপন করেন আবু ত্ব-হা। ওই বাসায় বন্ধুর বৃদ্ধ মা ছাড়া কেউ ছিলেন না। এমনকি বাড়িতে টেলিভিশন না থাকায় তাদের খোঁজার বিষয়টি জানতেও পারেননি বলে আবু ত্ব-হা দাবি করেছেন।

অপহূত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করা গেলেও যারা নিজে থেকে আত্মগোপন করেন, তাদের খুঁজে বের করা সময়সাপেক্ষ হয় বলে জানান উপকমিশনার। তাছাড়া আবু ত্ব-হা নিজেরসহ সঙ্গীদের সেলফোন সেট বন্ধ রাখতে বাধ্য করেছিলেন বলেও জানান তিনি। সে কারণে তাদের খুঁজে পেতে সময় লেগেছে। আবু ত্ব-হার আত্মগোপনের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আবু মারুফ হোসেন আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের একদিন হেফাজতে রাখা হবে। প্রয়োজনে আদালতের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

১০ জুন রাত থেকে তিন সঙ্গীসহ নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা। কোথাও খোঁজ না পেয়ে ১১ জুন রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার মা আজেদা বেগম। কোতোয়ালি থানার ইনচার্জ আব্দুর রশিদ জানান, গতকাল বেলা ৩টার দিকে নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টারপাড়ার শ্বশুরবাড়ি থেকে তাকে কোতোয়ালি থানায় নেয়া হয়। সে সঙ্গে খোঁজ পাওয়া যায় তার সঙ্গে নিখোঁজ তিনজনেরও।

SHARE THIS ARTICLE