আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘আত্মহত্যায় প্ররোচনার’ আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা আনভীরের আগাম জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আগামীকালের কার্যতালিকায় ১৪ নম্বরে আবেদনটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, আগাম জামিনের শুনানির সময় আসামি আনভীরকে হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হতে হবে।
গত সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বোন আত্মহত্যার প্ররোচনায় একটি দায়ের করেন। গুলশান থানায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয় বাংলাদেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালককে।