আফগান নারী ফুটবল দল ও তাদের পরিবারকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ আফগানিস্তান থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেওয়া নারী ফুটবল দল ও তাদের পরিবারের সদস্যদের আশ্রয় দেবে যুক্তরাজ্য। গতকাল রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাবুল থেকে গতমাসে ৩৫ সদস্যের নারী ফুটবল দল পালিয়ে পাকিস্তানের একটি হোটেলে আশ্রয় নেয়। দলের সদস্যদের বয়স ১৩ থেকে ১৯ বছর। আজ সোমবার তাদের সবার ভিসার মেয়াদ শেষ হচ্ছে।

যুক্তরাজ্য সরকারের মুখপাত্র বলেন, ‘আমরা আফগানিস্তানের নারী ফুটবল দলের সদস্যদের ভিসা নিয়ে কাজ করছি। আশা করি খুব শিগগিরই তাদেরকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পারবো।’ অন্য কোনো দেশ আশ্রয় না দিলে ফুটবল দলের সব সদস্যদের আফগানিস্তানে ফিরে আসতে হবে।

SHARE THIS ARTICLE