আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশী, স্ত্রীকে দেখার আগেই চিরবিদায় নিলেন মিলন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ১৫ দিন আগে মোবাইলে নিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আনিসুর রহমান মিলন। দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর দেশে আসার ছুটি হয়েছিল তার। কিন্তু সেই ছুটি যে চিরদিনের ছুটি, তা জানতেন না মিলন। দেশে এসে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় ঝরেছে তার প্রাণ।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। নিহতের তালিকায় সর্বশেষ যোগ হওয়া নামটি মিলনের। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আফ্রিকার জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্ত্রীকে দেখার আগেই চিরবিদায় নিলেন মিলন

নিহত মিলন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বাহার মিয়ার ছেলে।

মিলনের বাবা বাহার মিয়া বলেন, প্রায় ১৩ বছর ধরে আফ্রিকায় থাকে মিলন। তিন ছেলে-মেয়ের মধ্যে সে ছিল সবার বড়। ১৫ দিন আগে আমাদের এক আত্মীয়ের মেয়ের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়। ১৩ বছর পর ছুটি নিয়ে দেশে আসছিল ছেলেটি। কিন্তু এর আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

শুক্রবার সকাল ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় লরিচাপায় পাঁচ বাংলাদেশি নিহত হন। আহত হন আনিসুর রহমান মিলন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

নিহত পাঁচজন হলেন – ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্যাহর ছেলে ইসমাইল হোসেন, দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মিলনের নতুন বাড়ির আবদুল মান্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু, একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর তমিজ উদ্দিন ভূঞা বাড়ির সিরাজ উল্যাহর ছেলে মোস্তফা কামাল পোপেল এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের বাসিন্দা আবুল হোসেন ও তার ছেলে নাজিম হোসেন।

SHARE THIS ARTICLE