আমরা অপরাধী
হাসান সাঈদ
হেরাল্ড ট্রিবিউনের সাথে আমি একমত…
এই করুন পরিনতি যদি শেখ মুজিবের ভাগ্যে ছিল
তাহলে বাংলাদেশ সৃষ্টির কোন প্রয়োজন ছিলনা
মুজিব বিহীন এই বাংলাদেশ আমি চাইনা
আমায় এনে দাও একটা তর্জনি…
একটা মুজিব কোট …
সফেদ পাজামা পান্জাবী
আর
একটা কালো পাইপ
তানাহলে মুজিব বিহীন এই বাংলাদেশ
আমি চাইনা………চাইনা
আমি আকুল হই কেঁদে কেঁদে
কী অপূর্ব দেখ মুজিবের বাংলায়
এক রাখাল বাজায় বাঁশি
‘ আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি…’
কাঁদে তোমার সাড়ে সাত কোটি সন্তান
আর……
কাঁদে আকাশ , বাংলার শ্যামল প্রন্তর
পাহাড় সাগর ও নদী
১৫ ই আগস্ট কখনও হোতনা যদি
এই বাংলাদেশ আমি চাইনা মুজিব বিহীন
আমি চাইনা ………চাইনা
হায় পিতা
আমরা অপরাধী ……
মাস্টার পাড়া
ফেনী
১৫/০৮/২০