আমাকে গ্রেফতারের সম্ভাবনা ৮০ শতাংশ, বললেন ইমরান খান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ে চেয়ারম্যান ইমরান খান বলেছেন, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদনের জন্য যাব। এ সময় আমাকে গ্রেপ্তারের সম্ভাবনা ৮০ শতাংশ।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্রকে ভেঙে ফেলার জন্য সবকিছু করা হচ্ছে। এ মুহূর্তে আমার ১০ হাজারের বেশি কর্মী গ্রেফতার আছেন। আমার দলের জ্যেষ্ঠ নেতারা কারাগারে।

বর্তমান সময়কে ‘অনিশ্চিত’ বলেও আখ্যা দেন ইমরান খান।

অক্টোবরের শেষের দিকে জোট সরকারের অধীনে জাতীয় নির্বাচন না হওয়ার বিষয়ে আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, মনে হচ্ছে তারা অক্টোবরেও জাতীয় নির্বাচন করবে না। আমার দলের পরাজয় নিশ্চিত না করে তারা নির্বাচন করবে না।

উপনির্বাচনে তার দল জয়ী হয়েছে জানিয়ে ইমরান বলেন, তারা পিটিআইয়ের ভয়ে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সবকিছু করছে।

সাক্ষাতকারে ইমরান গত বছর তার ওপর চালানো ‘হত্যাচেষ্টার’ বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ‘আমাকে হত্যার জন্য ধর্মকে ব্যবহার করা হতে পারে। আমার জীবনের হুমকি এখনো আছে।

ইমরান বলেন, ৯ মে’র ‘দাঙ্গাবাজদের’ সামরিক ও সন্ত্রাসবিরোধী আদালতে বিচার করতে যাচ্ছে সরকার। এটা দেখে মনে হচ্ছে আমার দলের ওপর ‘নিষেধাজ্ঞা আরোপের’ চেষ্টা চলছে।

ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এও জানিয়েছেন, তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশ ছাড়তে আহ্বান জানানো হলে তিনি দেশ ছাড়বেন কি না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সবকিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটা আমার দেশ।’

উল্টো তিনি প্রশ্ন করেছেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’

SHARE THIS ARTICLE