আমি চিন্তিত

আমি চিন্তিত
জিন্নুরাইন জাইগিরদার


আমি চিন্তিত, খুবই চিন্তিত, মারাত্নক চিন্তিত
বাঁচবো কি মরবো, সেই নিয়ে চিন্তিত
সভ্যতা কিভাবে কোভিড মুক্ত হবে সেই নিয়ে চিন্তিত
বিশ্বটা চলছেনা মনমত, সেই নিয়ে চিন্তিত
আল জাজিরার প্রতিবেদনে ভীষন চিন্তিত
দেশে কি হচ্ছে সেই নিয়ে বেশ চিন্তিত, খুবই চিন্তিত।


মায়ানমারে, ফেইসবুক, টুইটার, ইন্টার্নেট নিরুদ্ধ
গণতন্ত্র পুনরায়, কারারুদ্ধ
সামরিক শাসনের কবলে মানুষ, অবরুদ্ধ
কি যে হবে তাই নিয়ে বিচলিত, সন্দিগ্ধ
দেশে দেশে অধিকার বঞ্চনে দগ্ধ
হতাশ এবং ক্রুদ্ধ, চিন্তিত আমি, ভীষণ চিন্তিত।


সিরিয়া, ইয়েমেনে কোটি কোটি মানুষ আজ দুর্দশাগ্রস্থ
ইরাক, আফগানিস্তান, লিবিয়ায় জীবন পর্য্যুদস্ত
কেনিয়া, নাইজেরিয়া, সোমালিয়ায় মানুষ নিপীড়িত
ট্রাম্পের অভিশংশন নিয়ে আমি চিন্তিত,
নাভালনির কারাবন্দিত্ব নিয়ে চিন্তিত
জন্মভূমিতে কোভিডের টিকা ব্যাবস্থাপনা নিয়ে আমি চিন্তিত।


আমার অশেষ চিন্তা, বিশেষ চিন্তা, দারুণ চিন্তা
আমার চিন্তার কবে যে হবে অবশেষ,
তাই নিয়ে আমি চিন্তিত।।
৬ই ফেব্রুয়ারি ২০২১

SHARE THIS ARTICLE