
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমার সঙ্গে কে কী করবে আমি দেখিয়ে মরবো।’
বুধবার দুপুরে নিজ বাসা থেকে ফেসবুক লাইভে এসেছেন পরীমনি।
তিনি জানান, ২০ মিনিট ধরে আমার বাসার গেটে ধাক্কাচ্ছে কারা যেন। তারা বলছেন তারা পুলিশ। অথচ আমি বনানী থানায় যোগাযোগ করলে তারা বলেন, আমাদের থানায় থেকে কোনো পুলিশ যায়নি।
লাইভে পরীমনি বলেন, শুরু থেকেই আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি। আমাকে কেউ মারতে চান। কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে এসে যদি আমাকে খুন করতে আসেন তাহলে আমি কি করবো। তদন্ত করতে এলে আমাকে পরিচয় দিক। তাহলে আমাকে পরিচয় দিতে হবে।যদি সত্যি পুলিশ হয় তাহলে আমি অবশ্যই দরজা খুলবো।
দেখুন লাইভ-