আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভ্যারাদকারের আইন ভংগ করা নিয়ে সংশয় ( ভিডিও)

আইরিশ প্রধান্মন্ত্রী লিও ভরতকার

এ,কে, আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২৬শে মে মঙ্গলবার ২০২০ঃ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভ্যারাদকার আইন ভংগ করেছেন কি করেন নি তা নিয়ে সংশয় দেখা দিলে প্রধানমত্রীর অফিস থেকে এক মুখপাত্র গতকাল সোমবার এক বিবৃতিতে জানান যে, “প্রধানমন্ত্রী কোন আইন ভংগ করেন নি কিংবা কোন বিধি লঙ্ঘন করেন নি এবং তিনি জনস্বাস্থ্য নির্দেশনা পালন করেছেন।” প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, সামাজিক মাধ্যমে গত রোববার স্থানীয় ফিনিক্স পার্কে পার্টনার মেথিউ বেরেট সহ প্রধানমন্ত্রী আরও দুই বন্ধুর সাথে চড়ুইভাতি করছেন এই মর্মে ছবি প্রকাশিত হয়। এই সময় তাকে পার্কে অবস্থিত ওয়েলিংটন মনুমেন্টের পাশে খালি গায়ে শর্ট পরিধানরত অবস্থায় দেখা যায়। ��কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে বিগত ২ মাসের অধিক সময় পুরো দেশ লক ডাউন থাকার পর রাষ্ট্রের পক্ষ থেকে পাঁচটি ধাপে দেশ খুলে দেয়ার প্রথম ধাপ চলছে। এই ধাপে কেউ তার বাসস্থানের পাঁচ কিলো মিটার দূরত্বের ভিতর থেকে ভ্রমণ কিংবা ঘরের বাইরে সর্বোচ্চ চারজনের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে সাক্ষাত করতে পারবেন বলে পথনির্দেশনা প্রদান করা হয়। ঘরের বাইরে খাবার কিংবা চড়ুইভাতির ব্যাপারে কোন সরকারী নির্দেশনা নেই। অনেকের নিকট অনুভূত হয় যে প্রধানমন্ত্রীর এই চড়ুইভাতি তারই কার্য্যালয় থেকে এই মর্মে সহকারী সচিব লিজ কেনাভান এর প্রকাশিত উপদেশের সাথে অসংগতিপূর্ণ হয়েছে। লিজ কেনাভান গত সপ্তাহে বলেছিলেন, “আপনারা সাধারণ্যে পরিদর্শন করলে অধিক সময় সেখানে থাকা কিংবা চড়ুইভাতি করা থেকে বিরত থাকেন।

অনুগ্রহ করে শরীর চর্চা শেষ হলে নিজ গৃহে ফিরে যান।” �কেউ কেউ মনে করেছেন যে, প্রধানমন্ত্রীর এই কাজ বিধি লংঘন না করলেও শিষ্টাচার বিবর্জিত হয়েছে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডমিনিক কামিং এর মতই সমাজে একটি অসুন্দর উদাহরণ হিসাবে প্রতিগণিত হয়েছে। �এব্যাপারে আয়ারল্যান্ডের মুখ্য মেডিকেল অফিসার, টনি হলোহান বলেন, “চড়ুইভাতির ছবি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার সাথে সামঞ্জস্যপূর্ন ছিল। আমি এমন কোন ছবি দেখিনি যাতে প্রতীয়মান হয় যে, প্রধানমন্ত্রী কোন নিয়ম ভংগ করেছেন।”�প্রধানমন্ত্রী লিও ভ্যারাদকার কোভিড-১৯ মহামারীর সময়ে ফিনিক্স পার্কে অবস্থিত রাষ্ট্রীয় ভবন ফার্মলী হাউসে বাস করছেন। লিও ভ্যারাদকারের নেতৃত্বে ফিনা গেইল দল এই মহামারীর সময়ে দ্রুত এবং সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে মহামারী নিয়ন্ত্রণে দূরদর্শীতা প্রদর্শন করেছেন বলে জনসাধারণের মধ্যে আস্থা আছে এবং ইতিমধ্যে গতকাল সোমবার কোভিড-১৯ এ প্রথমবারের মত মৃত্যু শূন্যের কোঠায় নেমে আসলেও বিগত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু আর ৩৭ জন নূতন আক্রান্তের সংবাদ পরিবেশন করেছে সরকারী স্বাস্থ্য বিভাগ। সরকার পাঁচটি ধাপে সম্পূর্ন দেশকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেবার ব্যাপারে আশাবাদী আর এই সফলতা অর্জনে জনসচেতনতা, বিধিনিষেধের প্রতি শ্রদ্ধা রেখে আইনকানুন মেনে চলা অত্যাশ্যক।

সুত্রঃ আইরিশ ইন্ডিপেনডেন্ট

SHARE THIS ARTICLE