আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ আয়ারল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে গতকাল ২৪ ঘণ্টায় আয়ারল্যান্ডে নূতন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৭২৫ জন, যা গতকালের ৭০০ জনের মত কম। কোভিডে আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৪৭৩ জন, যা গতকালের তুলনায় ২৪ জন বেশী। আই সি ইউ' তে ভর্তি আছেন ৯৭ জন, যা গতকালের তুলনায় ৪ জন বেশী। আয়ারল্যান্ডে লকডাউন বিরোধী গোষ্ঠী মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে ভ্যাকসিন কাজ করছে না-কিন্তু প্রাপ্ত সকল তথ্য অনুসারে টিকা গ্রহণকারীদের আক্রান্তের সংখ্যা অনেক কম এবং আক্রান্ত যারা হচ্ছেন তাদের অধিনাংশকে হাসপাতালে যেতে হচ্ছে না কিংবা গেলেও মারাত্নক আক্রান্ত নিতান্তই কম। আইরিশ নার্সেস এন্ড মিডওয়াইভস (আই এন এম ও ) স্বাস্থ্য কর্মিদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের হার "ভুল পথে " চলে যাচ্ছে বলে উদ্বিগ্নতা প্রকাশ করেছে। আই এন এম ও'র পক্ষ থেকে দাবী করা হয়েছে যেন ফ্রন্ট লাইন কর্মীদের জন্য তৃতীয় (বুস্টার) ডোজ টিকা দ্রুত প্রদানের ব্যাবস্থা করা হয়। ফিল নি শেঘাধা আর টি ই'র সাথে আলোচনায় গত সপ্তাহে বলেন: "স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে সংক্রমণের হার বেড়েছে এবং এর অর্থ হল স্বাস্থ্যকর্মীরা আরও অধিকহারে অনুপস্থিত থাকছেন। এই অবস্থা অপরিবর্তিত থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।" ফিল নি শেঘধা আরও বলেন, "আমরা জানি যে টিকার কার্য্যকারিতা ছয় মাস পরে হ্রাস পায় এবং আম্যাডের বেশিরভাগ স্বাস্থ্যকর্মী অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পেয়েছেন, তাই এটি আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে উঠছে যে তাদের এখন বুস্টার টিকা দরকার।" মিসেস এন শেঘধা বলেন, "গত পনেরো দিনে ৩৭০ জন নার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন।" এই মুহূর্তে আয়ারল্যান্ডে ৯৩% মানুষ টিকার পাওয়ার পরও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অনেকেই উদ্বিগ্ন। বুস্টার ডোজ টিকা দ্রুত প্রদান করা আশু প্রয়োজন বলে অনেকে মনে করছেন। তথ্যসূত্রঃ জার্নল.আই ই, আর টি ই