আয়ারল্যান্ডে আগামী একমাসের জন্য পুনরায় পূর্ণ লকডাউন ঘোষণা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিহল মার্টিন বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন, “করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া নিয়ন্ত্রণের প্রয়াস হিসেবে কমপক্ষে আরও এক মাসের জন্য পঞ্চম স্তরের বিধিনিষেধ পুনরায় আরোপ করতে যাচ্ছে।”

বর্তমান পরিস্থিতি “অত্যন্ত মারাত্মক” বলে বর্ণনা করে তিনি বলেন, “ভাইরাসের নতুন রূপটি এমন দ্রুত হারে ছড়িয়ে পড়ছে, যা আমাদের ধারনার চেয়েও অতীত”। তিনি বলেন: “আসন্ন দিনগুলিতে সংখ্যা আরও খারাপ হবে; নতুন স্ট্রেনের উপস্থিতি এবং বিকাশের গতি দেখে, আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরী হয়ে পড়েছে, দেশজুড়ে চলাচল এবং সামাজিক মেলামেশাকে অবশ্যই আমাদের দ্রুত থামিয়ে দিতে হবে।”

Lockdown The Sequel: the dos and don'ts for long winter nights | IMAGE.ie


বিধি নিষেধগুলির মধ্যে রয়েছে:

১। বাড়িঘর কিংবা বাগানে কোন ধরনের অতিথি সমাগম নিষিদ্ধ থাকবে। ব্যাতিক্রম হচ্ছে শিশু, বয়স্ক কিংবা দুর্বলদের সেবায় নিয়োজিত এবং পারিবারিক বাবল। 

২। কোন ধরনের পারিবারিক কিংবা সামাজিক সমাবেশ করা যাবেনা। ব্যাতিক্রম হচ্ছে বিয়ে অনুষ্ঠানে ৬ জন এবং জানাজায় ১০ জন পর্য্যন্ত অংশগ্রহণ করতে পারবেন। 

৩। সকলকে নিজগৃহে থাকতে পরামর্শ দেয়া হচ্ছে ব্যাতিক্রম শুধুমাত্র অত্যাবশ্যক কাজ, পড়াশোনা কিংবা শারীরিক ব্যায়ামের জন্য নিজ ঘরের ৫ কিলোমিটার পর্য্যন্ত দূরত্বে যাওয়া যাবে। 

৪। অত্যবাওশ্যকীয় নয় এমন খুচরা দোকান ও জিমনাশিয়াম বন্ধ থাকবে। 

বিধিনিষেধগুলো আজ রাত থেকেই কার্য্যকর হবে তবে অপরিহার্য খুচরা দোকান, জিম, অবসর কেন্দ্র এবং সুইমিং পুল ৩১শে ডিসেম্বর থেকে বন্ধ হওয়া আবশ্যক।

এইসকল বিধিনিষেধ আগামী একমাস অর্থাৎ আগামী ৩১শে জানুয়ারি ২০২১ পর্য্যন্ত কযার্য্যকর থাকবে।

SHARE THIS ARTICLE