আয়ারল্যান্ডে ক্যান্সার সনাক্তের জন্যে করণীয়

ডাঃ আরমান রহমান – ক্যান্সার গবেষক, ইউসিডি, ডাবলিন, আয়ারল্যান্ডঃ আয়ারল্যান্ডের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। এই দেশের ক্যান্সার স্ক্রিনিং ব্যবস্থাও আন্তর্জাতিক মানের, কিন্তু এই স্ক্রিনিং ব্যবস্থার সুযোগ সবাই নেয় না।আপনারা জানেন যে কোন ক্যান্সার শুরুর সময় যদি ধরা পরে তাহলে তার চিকিৎসা দেয়াও সহজ, চিকিৎসার পরে সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠাও সহজ, কিন্তু রোগ যদি দেরিতে সনাক্ত হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভাল হয়ে উঠা কঠিন হয়ে পরে।বেশ কিছু ক্যান্সার আছে যেগুলির ব্যাপারে সাধারণত সামাজিক প্রতিবন্ধকতার কারণে সময়মত ডাক্তারের পরামর্শ নেয়া হয়ে উঠে না, দেরিতে সনাক্ত হওয়ায় বেশিরভাগ সময় মানুষ জটিল চিকিৎসার সম্মুখীন হয়, এইসব ক্ষেত্রে সুস্থ্য হয়ে উঠার সম্ভাবনা কমে যায়।যেমন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার। সামাজিক বিড়ম্বনাভাষাগত ত্রুটির ভয়, ফ্যামিলি মেম্বারদের সহযোগিতা না পাওয়ায় আয়ারল্যাণ্ডে বিদেশিদের মাঝে দেরি করে ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রবণতা বেশি। এই দেশে পর্যাপ্ত মহিলা জিপি (ডাক্তার) না থাকা পর্দানশীন মুসলিম মহিলাদের জন্যে একটি অসুবিধার কারণ। আমাদের ফোরাম এই ব্যাপারে বাংলাদেশী মহিলা এবং পুরুষ দের সচেতন করে তোলার ব্যাপারে ভূমিকা রাখতে পারে। এই সমস্ত সচেতনতামূলক অনুষ্ঠানে বাংলাদেশী মহিলা এবং পুরুষরা জানতে পারবে আয়ারল্যান্ডের ক্যান্সার স্ক্রিনিং ব্যবস্থায় কিভাবে অংশ গ্রহণ করতে হয়, কি কি শিক্ষামূলক ইনফরমেশন যা সবার জানা জরুরী, যদি কারো ক্যান্সার ধরা পরে, তাহলে এই ফোরাম তাকে সঠিক পথে চিকিৎসা সেবা পাওয়ার পথ দেখিয়ে দিতে পারে।‘হেলথ সাপোর্ট গ্রূপ বাংলাদেশ’ কিভাবে আপনাদের এইসব ব্যাপারে সাহায্য করতে পারে তা আরো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন, আমাদের কে পরামর্শ দিয়ে সাহায্য করুন ।

SHARE THIS ARTICLE