যদি ভালোবাসা থাকে

যদি ভালোবাসা থাকে
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার

যদি ভালোবাসা থাকে,
প্রেম-মমতা-আসক্তি থাকে, অনুরাগ-বন্ধুত্ব্ব থাকে মাতৃভূমিতে,
তাহলে, জন্মভূমিকে জানো নিবিড় গভীরতায়
জেগে থাকো অন্তরে অন্তরে দক্ষতায়
স্পর্শ করো শতদল, আঁকে, বাঁকে, পাকে, দৃপ্ততায়
বিচরণ করো জলে, স্থলে, অন্তরীক্ষে, মর্য্যাদায়
মাতৃভূমির উষ্ণ নোনা জলে স্নান সেরে বিশুদ্ধ হও, সততায়
সূর্য্যালোকে নিমজ্জিত হয়ে পুনর্জাগরিত হও, ন্যায়পরায়ণতায়
মাতৃভূমির বাতাসে আহরণ করো জীবনের স্বাদ, আন্তরিকতায়
যদি ভালোবাসো থাকে
তবে, ভালোবাসো নদী, জল, আলো, হাওয়া, মুগ্ধতায়
ভালোবাসো পুষ্প, পত্র, শস্য, ফলমূল, প্রাজ্ঞতায়
ত্যাগ করো স্বার্থ, অহং, দম্ভ আর ঔদ্ধত্ত্ব, প্রশস্ততায়
বিসর্জন করো, হিংসা, দ্বেষ, নিষ্ঠুরতা, নির্মমতা, আপন মহিমায়।।

SHARE THIS ARTICLE