আয়ারল্যান্ডে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ ইতিমধ্যে তাদের প্রথম ডোজ টিকা পেয়েছেন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোনেলি জানিয়েছেন যে, দেশটির প্রায় ৪০% প্রাপ্তবয়স্করা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ ইতিমধ্যে পেয়েছেন। মন্ত্রী আজ জানান যে আয়ারল্যান্ডে এখন পর্যন্ত ২১ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

এই সপ্তাহে ৪৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন রোলআউটের জন্য নিবন্ধন খোলা হচ্ছে। মন্ত্রী বলেছেন: “আমি নিশ্চিত করতে পারি যে গত দু’তিন দিনে আমরা প্রথম ডোজ প্রাপ্ত পুরো প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৪০% ছাড়িয়ে গিয়েছি। এটি দেশে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে দুজন। এটি খুব ভাল খবর, বিশেষ করে যখন আমাদের পুরো আই টি ব্যাবস্থা সাইবার আক্রমণের কারণে বিপর্য্যস্ত এই অবস্থায়ও আমরা দ্রুত টিকা প্রদান কর্মসূচী চালিয়ে যেতে পারছি।”

এদিকে, কোভিড -১৯ টি ভ্যাকসিনের নিবন্ধকরণ এই সপ্তাহ থেকে ৪৫ থেকে ৪৯ বছর বয়সীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ৪৯ ছর বয়সী লোকেরা বুধবার থেকে নিবন্ধন করতে পারবেন, বৃহস্পতিবার থেকে যারা ৪৮ বছর বয়সী এবং পরবর্তী প্রতিটি দিন এক বছর করে কম বয়সের জন্য নিবন্ধন খুলে দেয়া হবে।

জাতীয় টিকাদান উপদেষ্টা কমিটির (এনআইএসি) সর্বশেষ পরামর্শের বিবরণ স্বাস্থ্য অধিদপ্তরে (এই এস ই ) এই সপ্তাহের শেসে এসে পৌঁছেছে, পরামর্শের আলোকে পরবর্তী পদক্ষেপগুলি এখন বিবেচনাধীন রয়েছে। এইচ এস ইকে দেওয়া পরামর্শ অনুযায়ী ৪০ থেকে ৪৯ বছর বয়সের লোকদের জন্য ভ্যাকসিন গ্রহণের একটি পছন্দ দেওয়া যেতে পারে। একটি সম্ভাবনা হলো ৪০ থেকে ৪৯ বছর বয়সী লোকেরা অ্যাস্ট্রাজেনেকা কিংবা জনসন এন্ড  জনসন এই দুটি ভ্যাক্সিনের যে কোন একটি চাইলে গ্রহণ করতে পারবেন অন্যথায় মডার্না কিংবা ফাইজার ভ্যাক্সিনের জন্য তাদের অপেক্ষা করতে হতে পারে, যা এই বয়সীদের জন্য ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। বর্তমানে বিরল রক্ত ​​জমাট বাঁধার সমস্যা নিয়ে উদ্বেগের কারণে এস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাক্সিন ৫০ বছরের কম বয়সীদের দেওয়া হচ্ছে না।

এটি ভ্যাকসিন রোলআউটে সমস্যা তৈরি করেছে, কারণ পঞ্চাশ বছরের বেশি বয়সী সংখ্যাগরিষ্ঠ লোকদের মে মাসের শেষে এই টিকা দেওয়ার কথা রয়েছে, এবং বেশিরভাগ জনসন এন্ড জনসনের ভ্যাকসিন জুনের শেষের দিকে পাবার কথা রয়েছে, এর ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে কয়েক হাজার টিকার ডোজ ব্যবহার করা নাও যেতে পারে। 

চিফ ক্লিনিকাল অফিসার ডাঃ কম হেনরি বলেছেন: “আমরা উইকএন্ডে এনআইএসি-র নির্দেশনা থেকে এমন কিছু তথ্য  পেয়েছি যাতে দেখা যায় যে এনআইএসি এই অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের ভেক্টর ভ্যাক্সিন – ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের দেবার জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে । আমাদের এখন ভেবে দেখতে হবে কিভাবে আমরা এই পরামর্শ বৃহৎ টিকাদান কর্মসূচীতে অন্তর্ভুক্ত করবো।” 

এদিকে আজ প্রকাশিত তথ্য হিসেবে উত্তর আয়ারল্যান্ডে প্রাপ্ত বয়স্কদের প্রতি ১০ জনের মধ্যে প্রায় সাতজন কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। ১০ লক্ষের বেশী লোক তাদের প্রথম ভ্যাকসিনের ডোজ পেয়েছেন এবং ৫ লক্ষ ৬৭ হাজার ১১৭ জন পেয়েছেন টিকার দুই ডোজ, এর অর্থ হ’ল উত্তরে প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩৯%  সম্পূর্ণভাবে কোভিড-১৯ এর টিকা ইতিমধ্যে পেয়েছেন।

উত্তর আয়ারল্যান্ডে, ৩০-৩৯ বছর বয়সী লোকদের প্রথম ফাইজার ডোজ বুক করতে বলা হচ্ছে, যখন ৪০ বা তার বেশি বয়সের লোকেরা অ্যাস্ট্রাজেনেকা প্রথম ডোজের জন্য বুকিং দিতে পারবেন।

স্টর্মন্টের স্বাস্থ্যমন্ত্রী রবিন সোয়ান বলেছেন: “আমাদের টিকা কার্যক্রমের খুব বেশি প্রশংসা করতে পারি না। এটি একটি বিশাল উদ্যোগ এবং এই উদ্যোগ সফল করার জন্য যে বিসর্জন এবং দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে তা আমি প্রত্যক্ষ করেছি। আমি সবাইকে অনুরোধ করব যখন তাদের পালা আসবে তখনই তারা যেন তাদের প্রথম এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। আমি অবশ্য আসন্ন সপ্তাহগুলিতে আমার দ্বিতীয় অ্যাস্ট্রাজেনেকা ডোজ পাওয়ার প্রত্যাশায় রয়েছি।

তথ্যসূত্রঃ জার্নাল.আই ই; আর টি ই

SHARE THIS ARTICLE