আয়ারল্যান্ডে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসী বাংলাদেশীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মাহিদুল ইসলাম সবুজ, ডাবলিন, আয়ারল‍্যান্ড থেকেঃ আয়ারল‍্যান্ড এর রাজধানী ডাবলিনে সকল স্তরের প্রবাসী বাংলাদেশী গন গতকাল ১৭ ডিসেম্বর বল্সবৃজে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন । “উই আর বাংলাদেশী ইন আয়ারল‍্যান্ড” এর ব‍্যানারে আয়োজিত এ মানববন্ধনে কনকনে ঠান্ডা উপেক্ষা করে আয়ারল‍্যান্ড এর বিভিন্ন শহর থেকে নারী পুরুষ নির্বিশেষে শত বাংলাদেশী যোগ দেন এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ।

বক্তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান । এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিয়ত মিথ্যা সংবাদ পরিবেশন ও গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন । বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করার জন‍্য নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তারা ।

এসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে ভারতের প্রতি হাসিনার আনুগত্যের পুরস্কার প্রদান বলে মন্তব্য করেন বক্তারা । বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে কল্পিত সংখ্যালঘুদের উপর আক্রমণের মিথ্যা তথ‍্য ও গুজব ছড়ানোর চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোসর ও ভারতীয় সংবাদমাধ্যম বলেও অভিযোগ করেন বক্তারা ।

এছাড়া বাংলাদেশের মহান বিজয় দিবসকে নিজেদের বিজয় বলে দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে টুইট বার্তা দিয়েছেন তারও তীব্র সমালোচনা করেন বক্তারা ।

এ সময় ভারতীয় দূতাবাসের মাধ্যমে আইরিশ বংশোদ্ভূত বাংলাদেশীদের পক্ষ থেকে ভারত সরকারকে স্মারকলিপি প্রদান করতে চাইলে দূতাবাসের পক্ষ থেকে তা গ্রহণ না করে ইমেইলের মাধ্যমে তা প্রেরণ করতে বলা হয় । মানবন্ধনে উপস্থিত ছিলেন হামিদুল নাসির, কবির আহমেদ, শামসুল হক, আব্দুল মান্নান, আক্তার হোসেন, আনোয়ারুল হক, জসিম উদ্দিন, জাকারিয়া প্রধান সহ আরও অনেকে।

SHARE THIS ARTICLE