আয়ারল্যান্ডে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত (ভিডিও)


গত মঙ্গলবার আয়ারল্যান্ডস্থ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

বাংলাদেশ কমিউনিটি ডাবলিন (বিসিডি) দুপুর ১২টায় পার্নেল স্কয়ার থেকে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক র‍্যালীর আয়োজন করে। পরে ওকনাল স্ট্রেটে জিপিও র সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সেখানে ডাবলিন কমিউনিটির ব্যাক্তি বর্গ বক্তব্য পেশ করেন। সংগঠনের সভাপতি জনাব মোঃ মোস্তফা শোভাযাত্রায় অংশ গ্রহন করার জন্য সবাই কে ধন্যবাদ জানান । বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (BSAI) র‍্যালীতে অংশগ্রহন করেন।

এদিকে আয়ারল্যান্ডে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) কাউন্টি লিমিরিকে ভাষা শহিদদের স্মরনে বিকেল ৫ টায় এক শোভা যাত্রার আয়োজন করেছে। শোভা যাত্রাটি পিপলস পার্ক থেকে শুরু হয়ে লিমেরিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে Arthur’s Quay তে শেষ হয়।

গত বুধবার আয়ারল্যান্ডস্থ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

এদিকে আয়ারল্যান্ডে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) কাউন্টি লিমিরিকে ভাষা শহিদদের স্মরনে বিকেল ৫ টায় এক শোভা যাত্রার আয়োজন করেছে। শোভা যাত্রাটি পিপলস পার্ক থেকে শুরু হয়ে লিমেরিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে Arthur’s Quay তে শেষ হয়।

লিমিরিক সিটিতে বাংলাদেশের পতাকার রঙ দিয়ে লিমিরিক সিটি মেয়র অফিসকে আলোকিত করে সম্মান প্রদর্শন করায় সিটি মেয়র জনাব আজাদ তালুকদারকে কমিউনিটির পক্ষ থে ধন্যবাদ জ্জাপন করা হয়।

আয়ারল্যান্ডের বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিল শোভা যাত্রাটিতে। বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন উক্ত শোভা যাত্রায় অংশ গ্রন করেন।

SHARE THIS ARTICLE