আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দুবাইয়ে সোনার শো-রুমের মালিক হওয়া বাংলাদেশি আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, আরাভের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, ইন্টারপোল আবেদনে সাড়া দিয়ে রেড নোটিশ জারি করেছে।

আইজিপি আরও বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন একজনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আমরা তা আপনাদের জানাবো।’

আরাভ খান: যদি বেঁচে থাকি ৬৪ জেলায় মসজিদ বানাব - 24 Live Newspaper - Bangla

আলোচিত আরাভ খান ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার অন্যতম আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম। পুলিশ মামলার আসামি হওয়ার পর পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেখানে বস্তিতে থেকে ভারতীয় পাসপোর্টে ‍দুবাই চলে যান।

আরাভের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। সেখানে তার বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গেছে ৯টি।

সাম্প্রতিক সময়ে আরাভ খান দুবাইয়ে বাংলাদেশ সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করতেন। ১২ মার্চ দুবাইয়ের বাংলাদেশ শিল্পী সমিতির বর্ষপূর্তির অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছিলেন আরাভ খান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। তিনি ওই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছিলেন।

SHARE THIS ARTICLE