আলোকদূত
“সৈয়দা সুলতানা রুমা”
বাবা বিহীন দুচোখে আজ
লেগে আছে আঁধার,
ছিলেন বাবা আমার মাঝে
বিশালতার পাহাড়।
আলোজ্বলা শৈশব আমার
বাবার স্নেহের ঘরে,
বাবা ছাড়া ক্ষণগুলোতে
কালো জড়ায় মোরে।
স্মৃতির পাতায় ডুবে থাকো
দুচোখ ভিজে জলে,
বাবা,তোমার হাসি তোমার রাগ
আজ যে অস্তাচলে।
বাবা,,,
তোমার শাসন তোমার বচন
খুঁজে বেড়াই রোজ,
জীবন জুড়ে নেই যে তুমি
পাই না স্নেহের খোঁজ।
বাবা,,,
তুমি ছিলে সকল কাজে
আমার বুকে বল,
তুমিহীনা কেউ বোঝেনা
আমার আঁখিজল।
বাবার বাণী অস্ত্র আমার
জীবন সংগ্রামে,
তাঁহার দোয়া বিজয় বাহন
স্বপ্ন পূরণে।
বাবা আমার গর্ব হাজার
তাঁর সততায় চলি,
আবছা প্রাণে আলোকদূত
তাঁর আলোতেই জ্বলি।
বাবা,,,
পরপারে ভালো থেকো
আরজি রবের দ্বারে,
শ্রেষ্ঠতম স্থান যেন হয়
তোমার রোজ হাশরে।