আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়াশীল ও অনুগ্রহশীল। তিনি বান্দাকে ক্ষমা ও দয়া করতে ভালোবাসেন। পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ নিজেকে দয়ালু ও অনুগ্রহশীল হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহর রহমত সবার প্রয়োজন। বিশেষ কিছু আমল আছে, যেগুলো আল্লাহর রহমতে সহায়ক। নিচে এমন কিছু আমল উল্লেখ করা হলো—
নেক আমল করা: নেক আমল আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। যারা নেক আমল করে, আল্লাহকে স্মরণ করে, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, আল্লাহ তাদের ভালোবাসেন, তাদের রহমতের চাদরে আগলে রাখেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয়-বিনয় করে ও চুপিসারে। নিশ্চয়ই তিনি পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদের। শান্তি-শৃঙ্খলা স্থাপিত হওয়ার পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি কোরো না, আর তাঁকে ভয়ভীতি ও আশা-ভরসা নিয়ে ডাকতে থাকো, আল্লাহর রহমত তো (সব সময়) তাদের কাছে আছে, যারা নেক আমল করে।’ (সুরা : আরাফ, আয়াত : ৫৫-৫৬)
মানুষের প্রতি দয়া করা: আল্লাহ দয়ালুদের ভালোবাসেন, যারা মাখলুককে আল্লাহর জন্য ভালোবাসে, তাদের প্রতি দয়া করে, মহান আল্লাহ তাদের প্রতি দয়া করেন। আবদুল্লাহ ইবনু আমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা দয়ালুদের ওপর দয়া ও অনুগ্রহ করেন। যারা জমিনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। দয়া রহমান থেকে উদগত। যে ব্যক্তি দয়ার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাআলাও তার সঙ্গে নিজ সম্পর্ক বজায় রাখেন। যে লোক দয়ার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তাআলাও তার সঙ্গে দয়ার সম্পর্ক ছিন্ন করেন।’ (তিরমিজি, হাদিস : ১৯২৪)
নামাজ কায়েম করা: নামাজ কায়েম করা এবং জাকাত আদায় করাও মহান আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো।’ (সুরা : নুর, আয়াত : ৫৬)
রহমতের দোয়া করা: আল্লাহর রহমত পেতে তাঁর কাছে বেশি বেশি দোয়া করা যেতে পারে। পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজেই তাঁর বান্দাদের দোয়া শিখিয়েছেন, ‘আর বলো, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ (সুরা মুমিনুন, আয়াত : ১১৮)
পবিত্র কোরআনের অনুসরণ: পবিত্র কোরআনে এসেছে, ‘আর এটি কিতাব, যা আমি নাজিল করেছি, বরকতময়। সুতরাং তোমরা তাঁর অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।’ (সুরা আনআম, আয়াত : ১৫৫)
আল্লাহ এবং তাঁর রাসুলের অনুসরণ: জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম ও নবীজি (সা.)-এর তরিকা অনুসরণ আল্লাহর রহমত লাভের মাধ্যম। এর মাধ্যমে বান্দার ঈমানের পূর্ণতা পায়, আমল ত্রুটিমুক্ত হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ আদেশ করেছেন, ‘আর তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসুলের, যাতে তোমাদের দয়া করা হয়।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩২)