আশ্রয় কেন্দ্রে ৩০ হাজার মানুষের সঙ্গে ৫৬ হাজার গবাদিপশু

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বন্যাকবলিত এলাকাগুলোর আশ্রয়কেন্দ্রে মানুষের সঙ্গে আশ্রয় নিয়েছে গবাদিপশুও। বন্যাকবলিত মানুষেরাই সঙ্গে করে পালিত পশু নিয়ে এসেছেন। জেলা প্রশাসন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত ১২ জেলায় এখন পর্যন্ত এক হাজার ৫৪৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সেখানে ৩০ হাজার ৭০৫ জন মানুষের সঙ্গে ৫৬ হাজার ৩১টি গবাদিপশু আশ্রয় নিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে ১৭টি জেলা বন্যাকবলিত হয়েছে। জেলাগুলো হচ্ছে, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, বগুড়া, মাদারীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ ও নেত্রকোনা।

এসব জেলায় স্থাপিত আশ্রয়কেন্দ্রে আসা মানুষ ও গবাদিপশুর চিকিৎসার জন্য ৫৯৬টি মেডিকেল টিম গঠন করলেও ১৯৭টি টিম কাজ করছে। আশ্রয়কেন্দ্রের নিরাপত্তায় আনসার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিনিধিরা কাজ করছেন। রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা।

SHARE THIS ARTICLE