আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি বাবুনগরীর

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ খতমে নবুয়ত আকিদা যারা স্বীকার করে না তারা মুসলমান নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের উপদেষ্টা ও খতমে নবুওয়ত বাংলাদেশের পৃষ্ঠপোষক মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী। আহমদিয়া জামাত সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (১১ মার্চ) খিলগাঁও জাগরণী মাঠে খতমে নবুওয়ত ঢাকা মহানগর আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত খবর

মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী, কেয়ামত পর্যন্ত আর কোনও নবীর আগমন হবে না। এটাই মুসলমানদের ঈমান।

খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি নুরুল ইসলাম বলেন, আহমদিয়া জামাত সম্প্রদায় এদেশে থাকতে পারে, কিন্তু মুসলমান পরিচয়ে নয়। হিন্দু-খৃস্টানরা যেমন অমুসলিম পরিচয়ে বসবাস করছে, তারও তেমন অমুসলিম পরিচয়ে থাকতে পারে। মুসলিম নাম নিয়ে তাদের থাকতে দেওয়া হবে না। তাদের উপাসনালয়কে মসজিদ পরিচয় দেয়া যাবে না। ইসলামের নামে রচিত তাদের সকল ধর্মগ্রন্থ নিষিদ্ধ করতে হবে।

মাওলানা শিব্বির আহমদ ও হাফেজ মাওলানা ইউনুছ ঢালীর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবদুল কুদ্দুস , মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।

SHARE THIS ARTICLE