আয়ারল্যান্ডের স্লাইগো নিবাসী চাঁদপুর জেলার জনাব নাসির উদ্দিন(৫৩) আর নেই


আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ
আমাদের পরিচিত প্রিয়মুখ, আয়ারল্যান্ডের (Sligo) স্লাইগো শহরের বাসিন্দা জনাব নাসির উদ্দিন গতকাল রবিবার ৩০শে জুলাই ২০২৩ রাত ১১:৩০ মিনিটে গলওয়ে জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”


বক্ষব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে তিনি শেষ নি্ঃশ্বাস ত্যাগ করেন।
চা্ঁদপুর মতলব জেলার নিবাসী মৃত নাসির উদ্দিনের বয়স হয়েছিল আনুমানিক ৫৩ বছর, ্মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। জীবিকার তাগিদে ২৩ বছর যাবত তিনি আয়ারল্যান্ডে বসবাস করে আসছেন।

মরহুম নাসির উদ্দিন ভাইয়ের মৃত্যুতে আমরা আইরিশ বাংলাপোষ্টের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক মরহুমের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

পরবর্তী জানাজা ও দাফন সংক্রান্ত তথ‌্য জানানো হবে।

SHARE THIS ARTICLE