আয়ারল্যান্ডে বিধি নিষেধ কমিয়ে ২৯ জুন থেকে ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করা সিদ্ধান্ত।

শিপন দেওয়ান আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ লিও ভারাদকার এবং তার বিদায়ী সরকার আজ কোভিড -১৯ বিধিনিষেধ আরও কমিয়ে আনতে সম্মত হয়েছে। ব্যবসা বাঁচাতে, বিনোদনের সুযোগ দিতে এবং সংক্রমণের হার আরও হ্রাস পাওয়ায়। তৃতীয় ধাপে গির্জা এবং উপাসনা স্থান, জিম, সিনেমা, বিনোদনমূলক সুযোগ, হেয়ারড্রেসার পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহিত হয়। স্পোর্টস সহ সমস্ত ক্রীড়া ক্রিয়াকলাপ বড়দের এবং শিশুদের জন্য দল লিগ সহ পুনরায় শুরু হতে পারে। তবে খেলাধুলা গুলোতে খুব সীমিত সংখ্যক দর্শকের সাথে অনুষ্ঠিত হবে। জনসমাগম গৃহের অভ্যন্তরে ৫০ জন এবং বাইরে ২০০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদি ভাইরাসটির উপস্থিতি কম থাকে, তবে ২০শে জুলাই ইন্ডোরে ১০০ জন এবং আউট ডোরে ৫০০ জন লোক পর্যন্ত উঠতে পারে বলে আশা করেন। ব্যস্ত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় দুরত্ব বজায় রাখতে হবে এবং সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয। প্রধানমন্ত্রী লিও ভারাদকার আরও বলেছেন, তৃতীয় ধাপে পরিস্থিতি আরও উন্নতি করতে হলে লোকজনকে ব্যক্তিগত দায়িত্ব প্রদর্শন করতে হবে।

SHARE THIS ARTICLE