
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল মঙ্গলবার ডাবলিনের রিভারভ্যালী কমিউনিটি সেন্টারে আয়ারল্যান্ডের বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতি ছিল সকলের নজর কাড়ার মতো।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সভাপতি জনাব ডাঃ জিন্নুরাইন জায়গিরদার, সহ সভাপতি জনাব আজিজুর রহমান, জনাব মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, জনাব সহ ধর্মীয় সম্পাদক জনাব লোকমান হোসেন, সমাজ কল্যান সম্পাদক জনাব মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জনাব শরিফুল আলম ভুইয়া, ক্রিড়া সম্পাদক জনাব রাব্বি খান, জনাব আবদুল জলিল সহ আবাইয়ের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি জনাব চুন্নু মাতবর, সেক্রেটারী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কোষাধক্য আলমগীর হোসাইন, জনাব মাসুদ সিকদার।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিনের সভাপতি জনাব জহিরুল ইসলাম জহির, সাধারন সম্পাদক জনাব জাকারিয়া প্রধান, বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের সভাপতি জনাব মোঃ মোস্তফা, সাধারন সম্পাদক জনাব শাহাদাত হোসেন, রন্টি চোধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব হামিদুল নাসির, জনাব তাজুল ইসলাম, গলওয়ে থেকে আগত জনাব জামাল বশির ,জনাব কবির আহমেদ, জনাব হারুন খান, জনাব মোহন হাসান, ডঃ নাসিম মাহমুদ, জনাব সাইফুল ইসলা্ জনাব বাচ্চু মিয়া।

মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব জাহিদ মোমিন চৌধুরী, জনাব আবদুর রহিম ভুইয়া, জনাব মশিউর রহমান, জনাব এ,কে, আজাদ।
ইফতার শেষে আগত অতিথি বৃন্দ একে অন্যের সাথে কুশল বিনিময় ও ফটো সেশন করেন।

যাদের অত্যান্ত আন্তরিকতায় আগত আতিথিবৃন্দ আপ্যায়িত হলেন তারা হলেন সুমন ফরাজি, মীর হাবিবুর রহমান, আইনুল ইসলাম,শওকত আহমেদ, জেইন উদ্দিন, আতিকুর সহিদ মাদুর, ববদরুজ্জামান মাসুম, খালেদ হোসেন, আব্দুল মোমিন, মামুন সৌরভ।।।