আয়ারল্যান্ড আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডর দ্বিতীয় বৃহত্তর শহর কর্ক সিটিতে বিন এন্ড লিফ কফি শপের কনফারেন্স হলে আয়ারল্যান্ড আওয়ামী লীগ , যুবলীগ , সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল তবারক বিতরন করা হয়। ১৫আগষ্ট উপলক্ষে , জাতির শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে আয়ারল্যান্ড আওয়ামী লীগের আন্যতম প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জনাব রফিক খান প্রধান অতিথির আসন গ্রহন করেন। আয়ারল্যান্ড ছাএলীগ সভাপতি ও আয়ারল্যান্ড যুবলীগের সধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ নোমান চৌধুরির পরিচালনায় জাতিয় শোক দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে জনাব রফিক খান বক্তব্যে বলেন, যতদিন রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দ্বিধাবিভক্ত পরাধীন জাতিকে সুসংগঠিত করে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা এবং সঠিক নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়। অথচ এই কঠিন কাজটি বঙ্গবন্ধু খুব সহজেই করতে পেরেছিলেন । স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রাম সবই পরিচালনা করেছেন শেখ মুজিবুর রহমান অসীম দক্ষতা ও যোগ্যতায় । অনলবর্ষী বক্তা হিসেবে তার বিপুল খ্যাতি ছিল । অথচ সবার সেরা আর বাঙালির প্রাণপ্রিয় এই নেতাকে ঘাতকেরা কি নিষ্ঠুরভাবেই হত্যা করলেন। সেই সাথে ঘাতকেরা শুধু একজন মানুষকেই হত্যা করেনি, হত্যা করেছে ১৬ কোটি বাঙালির পিতাকে, হত্যা করেছে সমাজের নিরীহ, অত্যাচারিত, শোষিত, নির্যাতিত সকল মানুষের আশা আকাঙ্ক্ষার সত্য প্রতীককে।

ঘাতকেরা বাঙালি জাতি এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় রচিত করেছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে । ১৫ই আগস্ট জাতির জীবনের এক কলঙ্কময় দিন । ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে শরণ করেন,এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন ।

বিদেশে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনার জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রী সহ সংশিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানান ।এবং সেই সাথে তাদের বিচার কার্য্য দ্রুত কার্যকর করার জন্য আহ্বান করেন। সেই সাথে আরো বলেন জামাত,বিএনপি দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। দেশ ও বিদেশে সবাইকে ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করে আগামীতে আবারও উন্নয়নের ধরা আব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে,এর কোন বিকল্প নেই । তিনি ইনডেমনিটি অধ্যাদেশ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

কর্ক আওয়ামী লীগ সহ সভাপতি জিল্লুর রহমান বলেন, বিএনপি জামাত কে মোকাবেলা করে এই অপশক্তির বিরুদ্ধে গনজাগরন গড়ে তোলার এখনই সময়। জামাত বিএনপি কে আর ছাড় নয় । সভায় সভাপতিত্বে করেন রুপেশ বড়ুয়া , বিশেষ অতিথি ছিলেন আয়ারল্যান্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি তৌহিদ হাসান। বঙ্গবন্ধুর উপর একটি প্রামান্যচিত্র তুলে ধরেন। আয়ারল্যান্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক টিপন কান্তি বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান , ছাএলীগ সহ সভাপতি সালাউদ্দিন ভূইয়া ,জিতু বড়ুয়া, আলী রজব, মোফাজ্জাল হোসেন, যুবলীগ নেতা দীপন হোসেন, রাদিন খান।

SHARE THIS ARTICLE