আয়ারল্যান্ড প্রবাসী মোহাম্মদ আইনুল হক আর নেই

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে টিঊম নিবাসী প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ আইনুল হক (সিরাজগঞ্জ জেলা অধিবাসী) আজ বৃহস্পতিবার ০৯/০৭/২০ সকালে আনুমানিক সকাল ১১ ঘটিকার সময় আকস্মিক ইন্তেকাল করেছেন. (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। গত ২০/২১বছর যাবত তিনি আয়ারল্যান্ডে স্বপরিবারে বসবাস করছেন। মরদেহ এই মুহূর্তে গলওয়েতে আছে। মরদেহ সংক্রান্ত পরবর্তী কার্য্যক্রম অবগত করা হবে।

SHARE THIS ARTICLE