
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ উত্তর ফ্রান্স উপকূল থেকে ব্রিটেনে অনিয়মিত পারাপার সংগঠিত করার অপরাধে চার মানবপাচারকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ফ্রান্সের আদালত।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উত্তর ফ্রান্সের বুলন-সুর-মের অঞ্চলের প্রসিকিউটর জানান, অনিয়মিত চ্যানেল পারাপার আয়োজন করার দায়ে চার ব্যক্তিকে দুই থেকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের সবাই মানবপাচার নেটওয়ার্কের সদস্য।
অভিযুক্তরা সুদান, লিবিয়া এবং টিউনিশিয়ার নাগরিক। টানা কয়েক মাস তদন্তের পর ২০২৪ সালের ১৯ নভেম্বর সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় থেকে রায় হওয়া পর্যন্ত তাদেরকে অস্থায়ী ভিত্তিতে আটক রাখা হয়েছিল।
বুলন-সুর-মের অঞ্চলের প্রসিকিউটর গিরে লুই ব্রা বলেছেন, একটি সংগঠিত গ্যাংয়ের সদস্য এবং বিদেশিদের ফ্রান্সে অবৈধ প্রবেশ ও বসবাসে সহায়তার দায়ে চার ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে সাজা শেষে রাসি ভূখণ্ড থেকে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
প্রসিকিউটর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, নেটওয়ার্কটি প্যারিস অঞ্চল এবং জার্মানি থেকে নৌ-সরঞ্জাম সংগ্রহ করে উত্তর ফ্রান্সের কালে অঞ্চলের সমুদ্র সৈকতগুলোতে পরিবহন করত।
অবৈধ অভিবাসন ও পাচার সংক্রান্ত ফরাসি দপ্তর (অল্টিম) জানিয়েছে, নেটওয়ার্কটি ‘কাঠামোগত’ এবং ‘শ্রেণীবদ্ধ’ ছিল।
তদন্তে আরও জানা গেছে, মানবপাচারকারীরা অভিবাসীদের উত্তর ফ্রান্সের কালে এবংসঙ্গাত্তের সমুদ্র সৈকতে নিয়ে যাওয়ার জন্য ড্রাইভার নিয়োগ করেছিল। বিভিন্ন শহর থেকে ছোট নৌকার প্রস্থান পয়েন্ট পর্যন্ত অভিবাসীদের নিয়ে যেতে জনপ্রতি এক হাজার ইউরো পর্যন্ত নিত চক্রটি।
২০২৪ সালে ফরাসি কর্তৃপক্ষ সারা দেশে চার হাজারেরও বেশি পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫০০ জন বিদেশি নাগরিকও রয়েছে।
অল্টিমের প্রধান জাভিয়ের দেলরিও গত সপ্তাহে ফরাসি দৈনিক লো ফিগারোকে বলেন, গত বছর ফ্রান্সের উত্তরে ২২টি পাচার চক্র ভেঙে ফেলা হয়েছে। এসব ঘটনায় মোট ১৮০টি ফৌজদারি মামলা হয়েছে। যার মধ্যে ১৫৭টি মামলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে দফরাসি উপকূল থেকে ইংল্যান্ডে পৌঁছানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে ‘ছোট নৌকা’।
২০২৪ সালে, ফরাসি উপকূল থেকে চ্যানেল পার হয়ে ৩৬ হাজার ৮১৬ জন মানুষ যুক্তরাজ্যে অবতরণ করেছিল। এটি ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।