ইউক্রেনে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২২ ( ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। বিমানটিতে সব মিলিয়ে ২৮ আরোহী ছিলেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা।

জানা গেছে, এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলাচ্ছে উদ্ধারকর্মীরা।

সর্বশেষ তথ্য অনুসারে, দুর্ঘটনায় যে ২২ জন নিহতের কথা বলা হচ্ছে তার মধ্যে ২০ জন সেখানেই আগুনে পুড়ে মারা যান। বাকি দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তারাও মৃত্যুবরণ করেন।

ভিডিওঃ The Independent

ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দুর্ঘটনায় মৃত্যুদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং যারা জীবিত রয়েছেন দ্রুত তাদের আরোগ্য কামনা করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে।

সূত্র: বিবিসি।

SHARE THIS ARTICLE