ইউক্রেনে সাড়ে ৪ হাজার আবাসিক ভবন ধ্বংস হয়েছে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইউক্রেনে চলমান রাশিয়ান সামরিক বাহিনীর অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৫০০ আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে প্রায় ৪৫০০ আবাসিক ভবন, ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান, ১৫০টি হাসপাতাল এবং ১০০ টি কোম্পানি ভবন ধ্বংস হয়েছে রুশ বাহিনীর হামলায়। রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং প্রতিনিয়ত তা আরো বাড়ছে।

ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী অলেক্সি চেরনিশভ জানিয়েছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে না। খনি অপসারণের পর সারা দেশের মোট ক্ষতির মূল্যায়ন করা হবে। পুনর্গঠন প্রচেষ্টার লক্ষ্যে ইউক্রেন সরকার নির্মাণ সামগ্রীর আমদানি পদ্ধতি আগের চেয়ে সহজ করেছে। তবে যেকোনো কিছু পুনর্গঠনের আগে খনি ও ধ্বংসস্তূপ পরিষ্কার করতে হবে।

SHARE THIS ARTICLE