ইউক্রেনে হাজার দেড়েক বাংলাদেশি অনিশ্চয়তায়

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইউক্রেনে আনুমানিক এক থেকে দেড় হাজার বাংলাদেশি অবস্থান করছেন বলে জানিয়েছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। তিনি বলেন, দেশটিতে রুশ সেনা প্রবেশের ফলে বাংলাদেশের এই প্রবাসীরা উৎকণ্ঠা ও আতঙ্কে রয়েছেন।

রাষ্ট্রদূত লায়লা হোসেন বলেন, তারা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইস্টার্ন ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, স্টুডেন্ট আছেন। খবর বিবিসির।

ইউক্রেনে অবস্থানরত প্রায় ৫০০ বাংলাদেশির সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশটি ছেড়ে আসতে চাইলে তাদের সহায়তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের অসুবিধা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন অনেকেই।

এদিকে ইউক্রেনের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে পোল্যান্ড। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন জানান, পোল্যান্ড সরকার এক ব্রিফিংয়ে ইউক্রেন ছাড়তে আগ্রহী তৃতীয় দেশের নাগরিকদের ১৫ দিনের জন্য ট্রানজিটে থাকতে দেবে বলে জানানো হয়েছে।

SHARE THIS ARTICLE