
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন আশা করছে, এই আলোচনার মাধ্যমে মস্কো যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং তিন বছর ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানে এগিয়ে আসবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, জিএমটি সময় ১৪০০টা থেকে দুই নেতা ফোনে কথা বলছেন। হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং এখনও চলছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মতি দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত ও আহত হয়েছে, দশ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গত সপ্তাহে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবকে তিনি নীতিগতভাবে সমর্থন করেন। তবে রুশ বাহিনী লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না গুরুত্বপূর্ণ কিছু শর্ত পূরণ হয়।
ট্রাম্প আশা করছেন, পুতিনকে তিনি যুদ্ধবিরতিতে রাজি করাতে পারবেন এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির দিকে অগ্রসর হবেন। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি ইউক্রেনের কিছু ভূখণ্ড ছাড় দেওয়া এবং জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ মস্কোর হাতে যাওয়ার বিষয়টি ইঙ্গিত করেছেন।
ট্রাম্প সোমবার এক পোস্টে বলেছেন, চূড়ান্ত চুক্তির অনেক দিক নিয়ে একমত হওয়া গেছে, তবে এখনও অনেক কাজ বাকি। প্রতি সপ্তাহে দুই পক্ষের আড়াই হাজার সেনা মারা যাচ্ছে, এটি এখনই বন্ধ হওয়া উচিত।
ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা ইউক্রেন সংঘাতের নিষ্পত্তি এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনা করবেন। এই ফোনালাপ যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ চলবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ১২ ফেব্রুয়ারির ফোনালাপ এবং পরবর্তী কূটনৈতিক সংলাপের পর দুই নেতার মধ্যে কিছুটা বোঝাপড়া হয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা এবং ইউক্রেন সংকট নিয়ে এখনও বহু বিষয়ে আলোচনা বাকি আছে।