ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসন নীতির প্রতিবাদে ক্রোয়েশিয়া-বসনিয়া সীমান্ত অবরোধ

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসন নীতির প্রতিবাদে ক্রোয়েশীয়-বসনিয়া সীমান্ত অবরোধ করেছেন মানবাধিকারকর্মীরা।

শনিবার ‘সীমান্ত খুলে দাও’, ‘ইউরোপীয় সীমান্তব্যবস্থা বন্ধ কর’ এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন মানবাধিকারকর্মীরা। এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের বেশিরভাগ ছিল ইতালির মানবাধিকারকর্মীরা। তাদের সাথে জার্মানি, অস্ট্রিয়া, স্পেন ও স্লোভেনিয়ার মানবাধিকারকর্মীরাও অংশ নেন।

পশ্চিম ইউরোপে প্রবেশ করতে চাওয়া অভিবাসীরা ক্রোয়েশীয় পুলিশের পুশব্যাকের শিকার হচ্ছে এমন অভিযোগ করে ইইউ ফ্রন্টেক্স বর্ডার এজেন্সির অবলুপ্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা৷ এসময় অভিবাসীদের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষের কঠোর আচরণ এবং সহিংস পুশব্যাকের নিন্দা জানান।

ইতালি থেকে আসা মানবাধিকারকর্মী ফ্রান্সেকো চিবাতি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন অভিবাসীদের পুশব্যাক করছে। ইইউয়ের বেতন নিয়ে তাদের হয়ে ক্রোয়েশিয়া পুলিশ এমন কাজ করছে। এ অবস্থার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি।’

All Border Crossings between Croatia and Bosnia and Herzegovina will be  temporarily closed | The Srpska Times

ক্রোয়েশিয়া-বসনিয়া সীমান্ত  অভিবাসীদের অবস্থা

বসনিয়াতে প্রায় ছয় হাজার শরণার্থী আটকা পড়ে আছেন। সেখান থেকে সীমান্তবর্তী দেশ ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে তারা পুলিশের বাধার মুখে পড়ে।

শরণার্থীদের নিয়ে কাজ করা ডেনমার্কের সংগঠন ড্যানিশ রিফুজি কাউন্সিলের দাবি, ক্রোয়েশিয়ার সীমান্ত কর্তৃপক্ষ অভিবাসনপ্রত্যাশীদের চাবুক মারছে, এমনকি যৌন নির্যাতন করছে।

আন্তর্জাতিক মানকাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার কারণে ইউরোপিয়ান ইউনিয়নকে ক্রোয়েশিয়ার উপর অবরোধ আরোপের আহ্বান জানায়।

তবে অভিবাসনপ্রত্যাশীদের এমন সহিংস পুশব্যাকের অভিযোগ অস্বীকার করছে ক্রোয়েশিয়া।

SHARE THIS ARTICLE