ইউরোপের অর্থনীতি এ বছর সঙ্কুচিত হবে সাড়ে ৭ শতাংশ। বলছে ইউরোপিয়ান কমিশন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ১৯৩০ সালের মহামন্দার পর ফের ইউরোপের অর্থনীতি এত ব্যাপক পরিমান সঙ্কুচিত হতে যাচ্ছে যা পৌণে ৮ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। আরটি
অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে স্থির কোনো পূর্বাভাসই দিতে পারছে না ইউরোপিয়ান কমিশন। বুধবার যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে ইউরোজোনের জন্যে এ বছর হতে যাচ্ছে সবচেয়ে সংকটময়।

গত বছর যে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল এবছর তা থেকে ৯ শতাংশ কমিয়ে নতুন পূর্বাভাস দেয়া হয়। ইউরোপের অর্থনীতি বিষয়ক কমিশনার পাওলো জেন্টেলনি বলেছেন মহামন্দার পর ইউরোপ প্রচ- এক ধাক্কা খেয়েছে। ইউরোপিয় কমিশন বলছে করোনার এ ধাক্কা সামলাতে ২০২১ সাল পার হয়ে যাবে। [৭] ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশগুলো পর্যন্ত তাদের অর্থনৈতিক পূর্বাভাসে যা বলেছে তা সংকট থেকে সংকটতর পরিস্থিতি মোকাবেলার এক অ্যাখ্যান মাত্র। জার্মানির জিডিপি ৬ শতাংশ হ্রাসের কথা বলা হয়েছে। ফ্রান্সের অবস্থাও তাই। স্পেন আশঙ্কা করছে তাদের অর্থনীতি এ বছর সঙ্কুচিত হতে পারে ৯.২ শতাংশ পর্যন্ত।

SHARE THIS ARTICLE