ইউরো-বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল গ্রিনিচ মিন টাইম (জি এম টি) সন্ধ্যা ৭ ঘটিকার সময় ইউরো-বাংলা প্রেস ক্লাবের নব সংগঠিত কেন্দ্রীয় পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউরো বাংলা প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব তাইজুল ইসলাম ফয়েজ (প্যারিস)। সভা পরিচালনা করেন ইউরো-বাংলা প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব জাবের আহমেদ (প্যারিস) ।

অনুষ্ঠানের সূচনা পর্বে পবিত্র কোরআনের সূরা তাওবার ১২৮-১২৯ নাম্বার আয়াত, সুললিত কণ্ঠে পাঠ করেন ইটালি থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব যুবায়ের আহমেদ শিশু। তারপর একে একে পরিচিতি এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ফ্রান্স, গ্রীস, স্পেন, অস্ট্রিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইটালি, ক্যানাডা, যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ (প্যারিস), সিনিয়র সহসভাপতি এম আলি চৌধুরী (প্যারিস), সহসভাপতি সৈয়দ মেহেদি রাসেল (ক্যানাডা), হাবিব ফয়েজী (যুক্তরাষ্ট্র) এবং তাজউদ্দীন (ফ্রান্স)। সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন গ্রীস থেকে জাকির হোসেন চৌধুরী (মুন্না), যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ (আয়ারল্যান্ড), সোহেল আহমেদ (ফ্রান্স), এবং মুস্তাফা জামাল ইমন আহমেদ (যুক্তরাষ্ট্র)। সাংগঠনিক সম্পাদক জ্বালাল আহমেদ (সুইডেন), যুবায়ের আহমেদ শিশু (ইটালি) এবং যাবের আহমেদ (ফ্রান্স)। যুক্তরাজ্য থেকে শামসুল আলম দায়িত্ব নিয়েছেন কোষাধ্যক্ষের আর জার্মানী থেকে নূর খান এবং ফ্রান্স থেকে হাসানুজ্জামান চৌধুরী পেয়েছেন আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব।

মহিলা সম্পাদিকা হিসেবে আছেন সুইজারল্যান্ড থেকে সুলতানা খানম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পর্তুগাল থেকে জুবেল আহমেদ, অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান (স্পেন), মানবাধিকার বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম (ফিনল্যান্ড), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মওদুদ আল- রাজি (নেদারল্যান্ড), দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক শেখ তৌহিদ সুবহান টিপু (মালয়েশিয়া), মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সৈয়দ সাবের (আরব আমিরাত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম জামিল (বেলজিয়াম), সমাজ কল্যাণ সম্পাদক আরিফ হোসাইন (ব্রাজিল), সিনিয়র সদস্য এইস এম দবির তালুকদার (স্পেন), কামরুল ইসলাম জুয়েল (পর্তুগাল), নির্বাহী সদস্য শেখ ইমরান হোসেন (ফ্রান্স), নিরব আহমদ রোমান (গ্রীস) এবং মোঃ মুমিন খান (গ্রীস)।

সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল আলী চৌধুরী আবেগজড়িত কণ্ঠে এই সংগঠনের আজকের নবযাত্রার পূর্বকালের কিছু স্মৃতি প্রকাশ করে বলেন, ২০১৭ সালে গ্রীস থেকে আরিফুর রহমানের দিক নির্দেশনায় প্যারিস থেকে তাইজুল ইসলাম ফয়েজ, ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাউসার, প্যারিস থেকে তিনি নিজে, প্রদীপ কুমার সরকার, জাবের আহমদ, যুক্তরাষ্ট্র থেকে কবি হাবিব ফয়েজী, ইতালি থেকে জুবায়ের আহমেদ শিশু, লন্ডন থেকে দুলাল আহমদ ,গ্রীসের নাজমুল হক, রাফসান হৃদয়, স্পেনের দবির তালুকদার সহ কয়েকজন তরুন সংবাদ কর্মীদের নিয়ে আদি সভ্যতার দেশ গ্রীসের রাজধানী সক্রেটিসের এথেন্সে “প্রবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা আমাদের করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মাধ্যমে প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে তারা এগিয়ে আজ ইউরোপ-বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটি আত্নপ্রকাশ করল। এই সংবাদ অত্যন্ত আনন্দের এবং গৌরবের।

Image may contain: 2 people

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন চৌধুরী কেন্দ্রীয় কমিটির সভায় সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন। তিনি সংগঠনের ঐক্যের কথা বলে সকলকে অরাজনৈতিক এই সংগঠনের আভ্যন্তরীণ পরিবেশে রাজনৈতিক আবহ থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি মেডিয়া এবং প্রিন্ট কর্মী হিসেবে সাংবাদিকের নৈতিক দায়িত্বের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান।

Image may contain: 4 people

ইউরো বাংলা প্রেস ক্লাবের এই কেন্দ্রীয় কমিটির সাথে চারজন উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হচ্ছেন ইটালি থেকে জনাব রিয়াজুল ইসলাম কাওসার, গ্রীস থেকে জনাব আরিফুর রহমান আরিফ, অস্ট্রিয়া থেকে জনাব মাইদুল মিয়া এবং আয়ারল্যান্ড থেকে ডাঃ জিন্নুরাইন জায়গীরদার।

অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টাদের মধ্য থেকে দিক নির্দেশনা এবং উপদেশ মূলক বক্তব্য দেন অস্ট্রিয়া থেকে জনাব মাইদুল মিয়া এবং আয়ারল্যান্ড থেকে ডাঃ জিন্নুরাইন জায়গিরদার।

সভাপতির বক্তব্যে জনাব তাইজুল ইসলাম ফয়েজ সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্য্যকলাপের মধ্যে সেমিনার আয়োজন, তহবিল সংগঠন, তথ্য সংগ্রহ এবং পরিবেশন, ঐক্য এবং দায়িত্বশীলতার কথা বলেন। পরিশেষে উপদেষ্টা জনাব রিয়াজুল ইসলাম কাওসারের মায়ের দ্রুত আরোগ্য এবং সারা বিশ্বে বর্তমান মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য স্রষ্টা অনুকূলে প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

Image may contain: 4 people
SHARE THIS ARTICLE