ইটালিতে অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর রেকর্ড

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ গতবছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে টিউনিসিয়া হয়ে ইটালিতে পৌঁছাতে সক্ষম হয়েছে ২,৭০০ জন নাবালক বা অপ্রাপ্তবয়স্ক অভিবাসী। এসব অপ্রাপ্তবয়স্কদের মধ্যে বেশিরভাগই সাব সাহারা আফ্রিকার দেশগুলোর নাগরিক। ২০২১ সালের এই পরিসংখ্যানটি ২০১৭ সালের তুলনায় চারগুণ বেশি।

টিউনিসিয়ান অর্থনৈতিক ও সামাজিক অধিকার ফোরাম (এফটিডিইএস) বুধবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, “২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২,৭০০ জনেরও বেশি অভিভাবকহীন নাবালক টিউনিসিয়া হয়ে ইটালিতে পৌঁছেছে।”

সংখ্যাটি ২০১৭ সালের পরিসংখ্যানের তুলনায় চারগুণ বেশি। সে বছর মাত্র ৫৬১ জন জন নাবালক টিউনিশিয়া থেকে ইটালির বিভিন্ন দ্বীপে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।

তবে এই পরিসংখ্যানে শুধুমাত্র যারা সফলভাবে সমুদ্র পাড়ি দিতে সক্ষম হয়েছে তাদের তথ্য দেয়া হয়েছে। সমুদ্রে মারা যাওয়া, নিখোঁজ কিংবা ব্যর্থ হয়ে আবারও টিউনিশিয়া ফিরে যাওয়া নাবালকদের তথ্য উল্লেখ করা হয় নি।

অভিবাসন সমস্যায় বিশেষজ্ঞ এই এনজিওর তথ্য অনুসারে, “অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যারা ইটালিতে এসেছেন, তাদের মধ্যে ২,০৭৬ জন সঙ্গীহীন বা অভিভাবকহীন ছিলেন। ২০১৭ সালে, এই সংখ্যাটি ছিল ৫৪৪ জন।’

টিউনিশিয়ার রাজধানী টিউনিসে এক সংবাদ সম্মেলনে এনজিওটির মুখপাত্র রমদান বেন আমর বলেন, “এটি একটি রেকর্ড সংখ্যা। এসব কিশোর ও তরুণদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশে থেকে আসা।”

অপ্রাপ্তবয়স্কদের পাশাপাশি টিউনিশিয়া থেকে গত বছর ইটালিতে সব বয়সের অভিবাসীদের আগমনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২১ সালে মোট ১৫,৬৭১ জন অভিবাসী টিউনিশিয়ার উপকূল থেকে ইটালিতে পৌঁছাতে সক্ষম হয়েছিল। অপরদিকে ২০২০ সালে করোনা মহামারীর বছরে এই সংখ্যাটি ছিল ১২,৮৮৩ জন। এফটিডিইএস এর রিপোর্ট অনুসারে, ২০১৭ সালে ইটালিতে প্রবেশ করা মোট অভিবাসীর সংখ্যা ছিল মাত্র ৬,১৫১ জন।

এছাড়া, টিউনিশিয়া উপকূলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অবৈধ যাত্রা স্থগিত করার প্রচেষ্টাও প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী ২০২১ সালে ২৫,৬৫৭ অভিবাসীকে অবৈধ সমুদ্র যাত্রার চেষ্টা করতে বাধা দিয়েছে। যা ২০২০ সালে ছিল ১৩,৪৬৬ । তবে, আশ্রয় ও অভ্যর্থনার জন্য ইটালির অভিবাসন নীতি বেশ ত্রুটিপূর্ণ।

রমদান বেন আমোর ব্যাখ্যা করেন, ‘‘টিউনিশিয়ার আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক উত্তেজনাই অবৈধ যাত্রা বৃদ্ধির পেছনে মূল কারণ। ২০১৯ সাল থেকে টিউনিসিয়ায় রাজনৈতিক সংকট এবং সামাজিক প্রতিবাদের আন্দোলন বেড়েছে।’’

অবশ্য ২০২১ সালের মার্চ মাসে ইনফোমাইগ্রেন্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এনজিওটির মুখপাত্র সমুদ্রে অবৈধ যাত্রা বৃদ্ধির পেছনে কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট প্রভাবকেও কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। তার মতে, টিউনিশিয়ায় কাজ করা অনেক সাব-সাহারান আফ্রিকার দেশের অভিবাসীরা মহামারীর কারণে চাকরি হারানোর ফলে তাদের মধ্যে টিউনিশিয়া ত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল।

SHARE THIS ARTICLE