আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বৈশ্বিক মহামারিতে শুরুর দিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির নাম ইতালি। আক্রান্ত, মৃত্যুর হারে বিশ্বের এক নম্বর অবস্থানে থাকা দেশটিতে করোনার প্রভাব কমেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। তবুও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় আছে মানুষ। এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, দিবস পালন ও বিয়ের ঘটনাও ঘটছে। যে বিষয়টি নিয়ে এ প্রতিবেদন, সেটিও বিয়ে নিয়ে। তবে এটি কোনো সাধারণ বিয়ে নয়। করোনার মধ্যেও ধর্ম-বর্ণকে তোয়াক্কা না করে দুটি ভিন্ন দেশের ভিন্ন ভাষার মানুষ এক হয়েছেন গত সোমবার। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এ খবর চাউর হতেই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী সুমাইয়ারা ও ইতালির পুলিশ কর্মকর্তা দোমেনিকো তামবুররিনোকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। আত্মীয়-স্বজনের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছেন।