ইমরান খানকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ৮ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

এনডিটিভি জানায়, গতকাল গ্রেপ্তার হওয়ার পর আজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদের একটি বিশেষ আদালতে হাজির করা হয়। এরপর শুনানিতে তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

এসময় ইমরান খান আদালতে অভিযোগ করেন, তাকে হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছিল এবং তাকে ওয়াশরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। হার্ট অ্যাটাকের জন্য তাকে একটি ইনজেকশন দেওয়ারও অভিযোগ করেন তিনি।

ইসলামাবাদের আদালত আগামী ১৭ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে দুটি মামলার শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) উপস্থিত হলে আদালত প্রাঙ্গণ থেকে আধাসামরিক বাহিনী তাকে গ্রেপ্তার করে। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ইমরান খানকে ঘিরে থাকা আধাসামরিক কর্মীদের একটি দল তাকে সাঁজোয়া যানের দিকে নিয়ে যাচ্ছিল।

অভিযোগ রয়েছে, ‘বাহরিয়া টাউন’ পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীর মালিকানাধীন আল-কাদির ট্রাস্টকে ৫৩০ মিলিয়ন রুপি মূল্যের জমি বরাদ্দ দিয়েছে।

ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। প্রায় ৩শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইমরান খানসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির বিভিন্ন সেনা দপ্তরেও হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে। এমনকি পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশেও সেনা মোতায়েন করা হয়েছে।

SHARE THIS ARTICLE