
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ এনিসে বসবাসরত জনাব আশরাফুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র ইয়াসির জামান দুর্ঘটনাজনিত কারণে বিগত ১০ই জানুয়ারি কিরঘিস্তানের রাজধানী বিশকেকে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইয়াসির জামান কিরগিস্থানে দ্বিতীয় বর্ষ মেডিসিনে অধ্যয়নরত ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
তাঁর মৃতদেহ আজ রবিবার এনিসে এসে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে এই অনাকাংখিত মৃত্যু সংবাদে সমগ্র আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এনিসের বাংলাদেশী কমিউনিটির সদস্যদের পাশাপাশি, আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টী থেকে অনেকেই এনিসে গিয়ে এবং দূর থেকে টেলিফোনে কিংবা মেসেজের মাধ্যমে শোকবার্তা এবং সমবেদনা জানানো অব্যাহত আছে।
মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ এ নিয়ে তদন্তাধীন রয়েছে।
আগামী সোমবার ১৫ই জানুয়ারি সোমবার বিকাল ১৫:৩০ মিনিটে নামাজে জানাজার পর ইয়াসির জামানের মরদেহ এনিসের ড্রামক্লিফ সেমেটরিতে সমাধিস্থ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। কবরস্থানের লিংক নিম্নে প্রদান করা হলো;
https://www.findagrave.com/cemetery/2331447/drumcliff-cemetery