ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের।

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারির বিষয়ে কোথাও পাত্তা পাচ্ছে না যুক্তরাষ্ট্র। গত শুক্রবার নিরাপত্তা পরিষদের ভোটে নিজেদের ভোট ছাড়া কেবল একটি ভোটই পায় তারা। ফলে ইরানের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব নাকচ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অবশ্য বলেছেন, তাদের প্রচেষ্টা থেমে থাকবে না। তবে রোববার আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র এখন আর ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের যোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এর কারণ হিসেবে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নিজেদের প্রত্যাহার করে নেয়ার বিষয়টি উল্লেখ করেছেন তিনি

SHARE THIS ARTICLE