ইলিয়াস কাঞ্চন-নিপুণকে অভিনন্দন জানালেন শাকিব খান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ পুরো কমিটিকে অভিনন্দন জানালেন ঢাকাই সিনেমা শীর্ষ চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব খান।

রোববার বিকালে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিয়েছেন কাঞ্চন-নিপুণ; নিজের ফেইসবুক পেইজে তাদের ছবি পোস্ট করে যুক্তরাষ্ট্র থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব।

এ চিত্রনায়ক লিখেছেন, “আশা করি, নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে শিল্পী ও চলচ্চিত্রের শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।”

অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান গত মেয়াদের সভাপতি মিশা সওদাগর; পরে নিপুণসহ বাকিদের শপথ বাক্য পাঠ করান কাঞ্চন।

শিল্পী সমিতির কার্যালয়ে কাঞ্চন ও নিপুণকে ফুল দিয়ে অভিনন্দন জানান মিশা; পরে শিল্পী ও কলাকুশলীরাও তাদের অভিনন্দন জানান।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ ছাড়াও সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন ও কার্যকরী পরিষদের সদস্য অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন, নাদের খান শপথ নিয়েছেন।

তবে এ আয়োজনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের নির্বাচিত প্রার্থীদের মধ্যে ডিপজল, রুবেল, মৌসুমী, রোজিনা, অরুণা বিশ্বাসসহ কাউকে দেখা যায়নি।

শপথ শেষে কমিটির সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার জন্য ইলিয়াস কাঞ্চনের প্রতি অনুরোধ জানান মিশা।

তিনি বলেন, “পেছনের দিকে কী ঘটেছে, সেদিকে আমরা না তাকাই। পেছনে কী ঘটেছে, সেদিকে তাকাব না। আমরা আজ থেকে ভবিষ্যতে কীভাবে সুন্দর সমৃদ্ধ শিল্পী সমিতি গড়ে তোলা যায়, সেদিকে লক্ষ্য করব। সেই ব্যবস্থা আমরাই করব। এবার সভাপতি হয়েছেন আমাদের প্রাণপ্রিয় ইলিয়াস কাঞ্চন। আপনাকে অনুরোধ করব সবাইকে নিয়ে এমন কাজ করবেন, এমন দৃষ্টান্ত উপস্থাপন করবেন, যা আগে হয়নি।

“সবার মধ্যে কোনো বাধা যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আমি বিশ্বাস করি, আপনি আলোকিত মানুষ। আপনার আলোয় সমগ্র শিল্পী সমাজ আলোকিত হবে। সেই বিশ্বাস আমার আছে।”

SHARE THIS ARTICLE