ইসরায়েল নিপাত যাক
- মজুমদার শাহীন
মৃত মানুষের গন্ধ,সারি সারি লাশ,
আগুনে পোড়া কাবাবতত্ত্ব-
বারুদে উড়ে মানুষের মাংস;
ধর্মের নামে ইহুদি সাম্রাজ্যবাদ
পবিত্র মাটিতে ঝরায় রক্ত।
ওরা খেতে পারে,পঁচে যাওয়া
শিশুদের হাঁড়ের কুড় কুড়,
মানুষের কাবাব-
এরকম হায়েনার মত ভোজনে
ওরা মাঝে মাঝে মিলিত হয়।
মানবতার তাবিজ হাতে গণতন্রের
হিপোক্রেট,বিশ্বমোড়ল ভ্যামপায়ার!
আর কত নেবে শিশুর রক্ত?
ভূমি খেকো-রক্তখেকো – পাপিষ্ঠের
দল,চেয়ে দেখ- গাজার পথে পথে,
আল-আকসায়,জেরুজালেমে
ফিলিস্তিনের ঘরে ঘরে রক্তজয়ী
মানুষের সম্মিলন।
রক্ত তাদের পরমানু বিজ্ঞান,
মিশাইল আর বিমান বিধ্বংসী কামান।
রক্ত তাদের মায়ের জরায়ূ,বোনের
ইজ্জত- আব্রু, রক্ত তাদের স্বাধীনতা
রক্ত চোখের স্বপ্ন, তারায় তারায় হাওয়ায় হাওয়ায় যুদ্ধের মারণাস্ত্র।
শোন,তেলাবিবের কসাই-জারজ প্রতিভূ
গণহত্যার নিষ্ঠুর শয়তান, তোরা অভিশপ্ত। একদিন অকষ্যাৎ পতনের
শব্দে শোনা যাবে মোড়লের ঘুম ভাংগা আর্তনাদ।
অসভ্য মোড়ল, মৃত্যুর দুয়ারে একদিন ডানা মেলে দেবে,টাইটানিকের মত ডুবে যাবে ইসরাইল নামক অহংকার।
এই মধ্যরাতের আসমানে নিষ্পাপ
শিশুদের আত্মা আর শহীদ লাশের মিছিল, বিশ্বের কোটি কোটি মানুষের মোনাজাত-অভিশাপ দিচ্ছে-ইসরাইল
নিপাত যাক,ইসরাইল ধ্বংস হউক
জারজের দল ছাঁই হয়ে যাক
পৃথিবীর মানচিত্র থেকে।
হে আল্লাহ- হে ইশ্বর – হে ভগবান- হে যিশু- হে বুদ্ধ – অভিশাপ দাও ইহুদী ধর্মান্ধ ঐ যাযাবর বিভ্রান্ত জাতিকে,
হে আলোকিত হাত- নিশ্চিহ্ন
কর ওদের অহংকার, অন্ধ করে দাও ওদের চোখ,আর করুন আর্তনাদে ওদের হৃদয় দ্বিখন্ডিত করে – ঝুলাও সূর্যের তাপে; মাতাল জিপসির মত মদের বোতল ভেংগে এই জানোয়ারদের লাল ভূঁড়ি বিছাও গাঁজার পথে পথে।তারপর নিঃশব্দে ইসরাইলের পতাকায় মেখে দাও প্রস্রাবের ঝাঁঝাল গন্ধ বারুদ ঘৃণায়।