ঈদবাজারে পণ্যের বেশি মূল্য দেখিয়ে ছাড়ের ছড়াছড়ি, জমে উঠেছে বিক্রি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অনেক দোকানেই পণ্যের বেশি মূল্য দেখিয়ে তার উপর দেয়া হচ্ছে ছাড়। এমন প্রতারণায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

করোনা মহামারির ধকল কাটিয়ে দুই বছর পর ঈদের কেনাকাটা স্বাভাবিক অবস্থায় এসেছে। ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানগুলো দিয়েছে নানা অফার। ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ে বিল পরিশোধ করলেই মিলছে গিফটসহ নগদ মূল্যছাড়। এতে ঈদের কেনাকাটা আরও জমেছে।

ফিট এলিগ্যান্স, লা রিভ, মেনয ক্লাব, প্লাস পয়েন্ট, সেইলর, ওয়েস্টিন   সহ বেশ কিছু জনপ্রিয় ব্রান্ড ১০ শতাংশ ছাড় দিচ্ছে। এসব শোরুম সহ ঈদে ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল ইয়োলো, আড়ং, সারার শোরুমে।

আড়ংয়ের বসুন্ধরা সিটি শপিং মলের আউটলেট সুপারভাইজার সিহাব হোসেন টিবিএসকে বলেন, ঈদের কেনাকাটা মহামারি পূর্বের অবস্থায় ফিরে এসেছে।

SHARE THIS ARTICLE