ঈদের দিনে মুসলিমদের ব্যাতিক্রমী উদ্যোগঃ লিমেরিকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মিষ্টান্ন বিতরণ (ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত ১৩ই মে বৃহস্পতিবার ছিল মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল  ফিতর। ঐ দিনে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের মুসলিম জনগণ শহর পরিষ্কার পরিচ্ছন্নতার একটি মহতী উদ্যোগ গ্রহণ করে সমাজে প্রশংসা কুড়িয়েছেন। তারা সকলেই স্থানীয় আর্থার'স কি পার্কে জমায়েত হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন এবং মিষ্টান্ন বিতরণ করেন। 


রমজানের ৩০ দিন সংযম, ত্যাগ এবং রোজা (উপবাস) পালনের পর আসে আনন্দের দিন ঈদ। এই দিনে রোজা ভেঙ্গে মুসলিম সম্প্রদায়ের লোকেরা ঈদের নামাজ পড়ে কবর জিয়ারত, কুশল বিনিময়, আপ্যায়ন এবং উপহার প্রদানের মাধ্যমে দিবসটি উদযাপন করে থাকেন। এই দিনে অনেকেই হাসপাতালে রোগীদের দেখতে যান কিংবা আত্নীয় স্বজনের বাড়িতে যান কুশল বিনিময়ের উদ্দেশ্যে। 

এবারের ঈদে লিমেরিক শহরের মুসলিমরা ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করে শহরের রাস্তা পরিচ্ছন্ন করেন এবং জমায়েত হওয়া বাসিন্দাদের জন্য মিষ্টান্ন এবং পানি বিতরণ করেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করে ডাঃ রিজওয়ান জানান যে, "ঈদের দিনে আমরা আমাদের কমিউনিটিকে কিছু উপহার দেবার কথা ভাবি এবং শহরের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবার চেয়ে আর বড় উপহার কি হতে পারে? এই ভেবেই আমরা এগিয়ে এসেছি। আমরা আশা করি এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।" 

লিমেরিক সিটি কাউন্সিলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত লিমেরিক সিটির ডেপুটি মেয়র জনাব আজাদ তালুকদার জানান, "লিমেরিক কাউন্টী কাউন্সিল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়। কাউন্সিলের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য হাতের গ্লাভস, বিন ব্যাগ, রাবিশ পিক আপ এবং পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে আমরা পার্কে উপস্থিত হই।আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করি। আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।" 
উক্ত অনুষ্ঠানে আল ফুরকান মসজিদের ইমাম আব্দুল্লাহ, আল নূর মসজিদের ইমাম জনাব ঈসা এবং ইসলামিক কালচারার সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব মুনিরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশীদের মধ্য থেকে সর্বজনাব ইলিয়াস ভূঁইয়া, মোস্তাফা কামাল, জিসান আহমেদ, ওমর ফারুক নিউটন, হাবিবুর রহমান, ফিরোজ আহমেদ, চঞ্চল তালুকদার, ওয়াসিম আকরাম রফিক, আকতার হোসেন, আতিকুর রহমান রাজু, মিজানুর রহমান এবং অন্যান্যরা উপস্থিত থেকে অভিযানে অংশগ্রহণ করেন। 

এই মহতী উদ্যোগ শহরের বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে এবং সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
SHARE THIS ARTICLE