ঈদের নামাজ পড়ার ভিডিও ফেসবুকে, ৪৮ বাংলাদেশিকে আটক করল মালয়েশিয়া

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মালয়েশিয়ায় মসজিদের বাইরে ঈদের নামাজে অংশ নেওয়ায় ৪৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বাংলাদেশিদের সাথে মালয়েশিয়ার একজন নাগরিককেও আটক করেছে দেশটির পুলিশ

জানা গেছে, মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে একশ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয়া হয়। এ সময় মসজিদে প্রবেশ করতে না পারায় দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। যাদের বেশিরভাগই বাংলাদেশি।

স্থানীয় নাগরিকদের অভিযোগ, কাজের স্থানে না থেকে ওই এলাকার ২৩টি ব্লকে ৮ হাজারেরও বেশি অভিবাসী অবস্থান করছে।

পরে নামাজ আদায়ের ভিডিও স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। সেই ভিডিওটি ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয় দেশজুড়ে। পরে স্থানীয় প্রশাসন তাদের আটক করে। ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে রাজ্যের পুলিশ প্রধান ক্ষমা চেয়েছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় আটকরা কোনো ছাড় পাবে না। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে প্রশাসন। আইন অমান্যকারীদের জেল-জরিমানা করা হচ্ছে প্রতিনিয়তই।

SHARE THIS ARTICLE