ঈদ আনন্দে আইরিশ বাংলাপোষ্ট এর আত্মপ্রকাশ। কমিউনিটি ব্যাক্তিবর্গের ঈদের শুভেচ্ছা বিনিময় ( ভিডিও)

এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আসসালামুয়ালাইকুম । ঈদ মোবারক। আয়ারল্যান্ড তথা সারা বিশ্বের সকল বাংলাদেশী ভাই বোনদের আইরিশ বাংলাপোষ্টের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।
প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো ৷ আজ পবিত ঈদুল ফিতর। এবার বিশ্বময় মহামারি করোনা ভাইরাসের কারণে সেভাবে হয়তো ঈদ উদযাপন করা সম্ভব হবে না যেভাবে মুসলিম বিশ্ব প্রতি বছর ঈদ উদযাপন করে থাকেন।
করোনা মহামারি সঙ্কট ও পরবর্তী অর্থনৈতিক বিপর্যয়ে প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই অর্থনৈতিক দুর্দশার শিকার হয়েছেন। অর্থনৈতিক সঙ্কটে তারা চোখে-মুখে অন্ধকার দেখছেন। এই অনিশ্চিত অর্থনৈতিক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন প্রবাসীরা।
ঠিক এমনই সঙ্কটময় সময়ের মাঝে আত্মপ্রকাশ করেছে আইরিশ বাংলাপোষ্ট । আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশী ভাইবোনদের সুখে দূঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় আইরিশ বাংলা পোষ্ট।
বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সরকার কর্তৃক নিয়ম-নীতি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করবে।
একজন রোজাদারের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হলো আল্লাহতায়ালার আদেশ অনুযায়ী মাসব্যাপী রোজা রাখতে আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। এ খুশি প্রকাশ করতেই রমজান মাস শেষ করে শাওয়াল মাসের ১লা তারিখে ঈদের আনন্দে মিলিত হয়। আর এই দিনটিতে আইরিশ বাংলা পোষ্ট এর মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও পত্রিকাটির জন্য শুভ কামনা জানালেন আয়ারল্যান্ডের জনপ্রিয় ব্যাক্তিবর্গ। নিন্মে তারই আংশিক ভিডিও দেয়া হলোঃ

পরবর্তিতে আমরা ধারাবাহিক ভাবে ভিডিও গুলো প্রকাশ করবো। গত বছর এই পত্রিকাটি চালু হলেও জনগনের জন্য এটি উম্মুক্ত করা হয়নি। ইচ্ছে ছিল কিলকেনী মেলাতে সবার সামনে উম্মুক্ত করা হবে। পরবর্তি সময় কোভিট ১৯ এর কারনে পত্রিকাটি উম্মুক্ত করা হয়নি। আইরিশ বাংলাবার্তা, ডাবলিন বাংলাবার্তা, আইরিশ বাংলা টাইমস, আইরিশ বাংলা নেশান আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশীদের গুরুত্বপুর্ণ তথ্য দিয়ে সহযোগীতা করে আসছে। পত্রিকাগুলোর সেবা আমাদের উৎসাহীত করেছে।

আপনাদের সহযোগীতাই আইরিশ বাংলাপোষ্ট পত্রিকাটির চলার পথ সুগম হবে। কাউকে হেয় করার উদ্দেশ্যে এই পত্রিকাটির জন্ম নয়। সুখে দূঃখে আপনাদের পাশে থেকে আপনাদের মনের কথা প্রকাশ করার লক্ষ্যেই এই পত্রিকার জন্ম। এই করোনায় সবাই ভালো থাকবেন। নিরাপদে থাকবেন। আইরিশ বাংলাপোষ্টের সাথেই থাকবেন।

পত্রিকাটির ওয়েব এড্রেসঃ https://irishbanglapost.com/

ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/irishbanglapost/

টুইটারঃ https://twitter.com/irishbanglapost/

ইউটিউব চ্যানেলের লিংঙ্কঃ

https://www.youtube.com/channel/UCeuIkWDz4NJ5slixEbHQmpw

পত্রিকাটির প্রধান মেনুতে যে সকল বিষয়গুলো থাকবে তা হচ্ছে: হোম, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আর্ন্তজাতিক, বিনোদন, খেলাধূলা, ইসলাম, স্বাস্থ্য, নাগরিক তথ্য, চাকুরির তথ্য সহ আরো অন্যান্য বিষয়াবলী।

SHARE THIS ARTICLE