উত্তাল মেঘনা: ৫ ট্রলারডুবি, ৩২ জেলে নিখোঁজ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ভোলার চরফ্যাশনের ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে পাঁচটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে ও দুপুরে ঢালচরের দক্ষিণে মেঘনা নদীতে এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার। 

তিনি বলেন, সকালে ঢালচর ঘাটের মনির, অসিম, নুরুল ইসলাম, জালাল ও সোহাগ মাঝির পাঁচটি ট্রলারে ৩২ জন জেলে মেঘনায় মাছ ধরতে যান। নদীতে প্রবল বাতাস ও তীব্র ঢেউয়ের তোড়ে ট্রলারগুলো ডুবে যায়। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে একাধিক ট্রলার ঘটনাস্থলে গেছে। উদ্ধার অভিযান চলছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ঢালচরের সংলগ্ন এলাকায় ট্রলারডুবির খবর শুনেছি। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে।

কচ্ছপিয়া জোনের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. শামীম মিয়া  জানান, ট্রলারডুবির ঘটনায় কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

SHARE THIS ARTICLE