উত্তাল রাশিয়া, পুতিন বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ এক গর্ভনরের গ্রেফতারকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল রাশিয়া। গতকাল হাজার হাজার বিক্ষোভকারী তার মুক্তির দাবিতে রাস্তায় নামে। চীন সীমান্তে চলা এই বিক্ষোভে চিন্তায় পড়েছে ক্রেমলিন। পুতিনের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় তা পুতিনবিরোধী বিক্ষোভে পরিণত হচ্ছে। 

কয়েকজন ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুই সপ্তাহ আগে খাবারোভস্ক শহরের গভর্নর সের্গেই ফুরগালকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগও গঠন করা হচ্ছে। তাকে মস্কোতে একটি কারাগারে রাখা হচ্ছে। এরপর থেকেই বিক্ষোভ চলছে। এতদিন ধরে বিক্ষোভ চললেও শনিবারেরটা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় মিডিয়া জানিয়েছে, প্রায় ১৫ হাজার নাগরিক বিক্ষোভে অংশ নেয়। এছাড়া আরো কয়েকটি শহরেও ছোট ছোট বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।

SHARE THIS ARTICLE