
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃকরোনাকালেও রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতি যখন সংকটের মুখে, তখন বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনেও রেকর্ড পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
মূলত ঈদকে সামনে রেখে প্রতি বছরই দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এবারও তার ব্যত্যয় ঘটেনি।
ঈদুল আজহার আগে চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার বা ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন মতে, জুলাইয়ের ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর তার আগের মাস গত জুনে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠান।
জুলাই মাসের প্রথম ১৫ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭৮ লাখ ডলার। এরপর রয়েছে যথাক্রমে ডাচ-বাংলা ব্যাংকে ১৬ কোটি ৯২ লাখ, অগ্রণী ব্যাংক ১৩ কোটি ৭৬ লাখ ও সোনালী ব্যাংক এনেছে ৭ কোটি ৬৪ লাখ ডলারের রেমিট্যান্স।
আর সদ্য শেষ হওয়া ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার বা দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকা।
তার আগে ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৪২ কোটি ডলার।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদ উপলক্ষে রেমিট্যান্সের এমন প্রবাহ অনুমিতই ছিল। তবে এতটা হয়তো আশা করা হয়নি। সাধারণত দুই ঈদেই রেমিটেন্সের উল্লম্ফন দেখা যায়, বেশি হয় কোরবানির ঈদে। কারণে স্বাভাবিক প্রয়োজনে টাকা পাঠানোর পাশাপাশি কোরবানি দেওয়ার জন্য আলাদা করে বাড়তি টাকা পাঠান প্রবাসীরা।